The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫

বিনা খরচে স্নাতকোত্তর করুন থাইল্যান্ডে

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রিতে দুই বছর মেয়াদী স্নাতকোত্তরের সুযোগ দিচ্ছে থাইল্যান্ডের চুলভর্ন গ্র্যাজুয়েট ইনস্টিটিউট স্কলারশিপ (CGI) । বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ সেপ্টেম্বর।

চুলাভর্ন গ্র্যাজুয়েট ইনস্টিটিউট (CGI) ২০০৫ সালে প্রফেসর ড. হার রয়্যাল হাইনেস প্রিন্সেস চুলভর্ন মাহিদলের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। চুলাভর্ন গ্র্যাজুয়েট ইনস্টিটিউট হল একটি মাল্টিডিসিপ্লিনারি স্নাতকোত্তর একাডেমিক ইনস্টিটিউট, যার মধ্যে চুলাভর্ন রিসার্চ ইনস্টিটিউট এবং থাইল্যান্ডের অন্যান্য নেতৃস্থানীয় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সারা বিশ্বের একাডেমিক ও গবেষণা প্রতিষ্ঠানের ফ্যাকাল্টি সদস্য রয়েছে।

সুযোগ-সুবিধাসমূহঃ-
• টিউশন ফি এবং অন্যান্য একাডেমিক খরচ প্রদান।
• ভিসা ফি প্রদান।
• মাসিক ভাতা প্রদান।
• রাউন্ড এয়ার ট্রিপের সুবিধা প্রদান।
• বিনাখরচ আবাসন সুবিধা প্রদান।
• শিক্ষা সামগ্রী ক্রয়ের জন্য আলাদা ভাতা প্রদান।
• হেলথ ইনস্যুরেন্স, ভিসা ফি সহ অন্যান্য সুবিধা প্রদান।

যোগ্যতাসমূহঃ-
• আবেদনকারীর বয়স ৩০ বছরের কম হতে হবে।
• ইংরেজী ভাষায় দক্ষ হতে হবে । (আইএলটিএস বা টোফেল সনদ)।
• আবেদনকারীকে অন্তত চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রীধারী হতে হবে এবং সিজিপিএ অন্তত ২.৭৫/৪.০ থাকতে হবে।
• যে প্রোগ্রামে আবেদন করতে চাইবেন, সেই প্রোগ্রামের দেয়া অন্যান্য প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করতে হবে।

যে সকল বিষয়ে আবেদন করা যাবে-
১. বিজ্ঞানঃ- রসায়ন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান, আণবিক জীববিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান।
২. চিকিৎসা বিজ্ঞানঃ- মেডিসিন, চিকিৎসা প্রযুক্তি ,ফার্মাসি বা ফার্মাসিউটিক্যাল সায়েন্স।
৩. ফলিত জৈবিক বিজ্ঞানঃ- পরিবেশগত স্বাস্থ্য।

প্রয়োজনীয় নথিপত্রঃ-
১) আবেদন ফরম।
২) সম্পূর্ণ একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
৩) তিনটি সুপারিশপত্র।
৪) মেডিক্যাল রিপোর্ট।
৫) স্টেটমেন্ট অব পারপাস।
৬) আবেদনকারীর ছবি।
৭) অন্যান্য নত্রিপত্র (যদি থাকে)।

আবেদন পদ্ধতিঃ-
আবেদনকারীদের চুলাভর্ন গ্র্যাজুয়েট ইনস্টিটিউট গ্র্যাজুয়েট স্কলারশিপ প্রোগ্রামের আবেদন ফর্মটি পূরণ করে নিম্নলিখিত পদ্ধতির মাধ্যমে নথিগুলো জমা দিতে হবে।

ই-মেইলের মাধ্যমে আবেদনপত্রের স্ক্যান ফাইল এবং সমস্ত প্রয়োজনীয় নথি এখানে পাঠাতে হব।
থাইল্যান্ড ইমেল: cgi_academic@cgi.ac.th

তারপরে উল্লেখিত ঠিকানায় ডাক পরিষেবার মাধ্যমে সমস্ত মূল নথি পাঠাতে হবে।
চুলাভর্ন রয়্যাল একাডেমি, চুলভর্ন গ্র্যাজুয়েট ইনস্টিটিউট (সিজিআই স্কলারশিপ প্রোগ্রাম) 906 কামফাংফেট 6 রোড, তালাত ব্যাং খেন, লক্ষী, ব্যাংকক 10210 ।

আবেদন ফরম পেতে এবং বিস্তারিত তথ্যের জন্য ক্লিক করুনঃ- https://www.cgi.ac.th/admissions/cgi-af-scholorship/

ইউনিভার্সিটি ওয়েবসাইট লিঙ্ক- https://www.cgi.ac.th/

You might also like
Leave A Reply

Your email address will not be published.