The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২রা জানুয়ারি, ২০২৫

বিতর্কে ইতি! ভারতে কাউ হাগ ডে প্রত্যাহার

আাসছে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে এক ব্যতিক্রমি উদ্দোগ নিতে চেয়েছিলো ভারত সরকার। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে গরুকে আলিঙ্গন করতে হবে, এই কর্মসূচির বার্তা দিয়েছিল ভারতের সরকার।

প্রেমিকাকে বাদ দিয়ে আলিঙ্গন করতে হবে গরুকে! গরু যদি গুঁতিয়ে দেয়? কাউ হাগ ডে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্লা দিয়ে বাড়ছিল মিমস ও মজার মজার কন্টেন্ট। পুরো ভারতজুড়ে চরম আপত্তিতে অবশেষে সেই নির্দেশটি প্রত্যাহার করা হয়েছে। তবে এর পেছনে কোনো কারণ উল্লেখ করা হয়নি।

নতুন নোটিশে উল্লেখ করা হয়েছে ১৪ ফেব্রুয়ারি কাউ হাগ ডে প্রত্যাহার করা হচ্ছে। এই ঘটনায় এই প্রস্তাব প্রত্যাহার করেছে ভারতের এনিমেল ওয়েলফেয়ার বোর্ড। অর্থাৎ ভালোবাসা দিবসে সরকারি নির্দেশ মেনে গরুকে আর জড়িয়ে ধরতে হবে না কাউকে।

কিন্তু এসবের মধ্যেই অনেকেই প্রশ্ন তুলছিলেন গরুকে জড়িয়ে ধরতে গেলে যদি গুঁতিয়ে দেয়? তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করল কেন্দ্র। এইদিনে গরুকে আর জড়িয়ে ধরতে হবে না।

কেন্দ্রীয় মৎস্য, দুগ্ধ ও পশুপালন মন্ত্রকের অধীন পশু কল্যাণ বোর্ডের তরফে ফের একটি নোটিস জারি করে জানানো হয়, “কেন্দ্রীয় মৎস্য, দুগ্ধ ও পশুকল্যাণ মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, কেন্দ্রীয় পশু কল্যাণ বোর্ড ১৪ ফেব্রুয়ারি গো আলিঙ্গন দিবস উদযাপন সম্পর্কে যে নির্দেশিকা জারি করেছিল, তা প্রত্যাহার করা হল।” নোটিসের নীচে স্বাক্ষর রয়েছে বোর্ডে সেক্রেটারি এস কে দত্তের। অবশ্য, নোটিস প্রত্যাহার করার কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি নতুন নোটিসে।

সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছেন, গরুকে আলিঙ্গন করতে হবে এই যুক্তি কার মাথা থেকে এল? তাকে খুঁজে বের করে মানুষের সামনে ছেড়ে দেওয়া হোক । কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে, যখন কেউ গরুকে আলিঙ্গন করতে গেছে তখনই মা তাদেরই গুঁতিয়ে দিয়েছে। যাই হোক এতদিনে সুবুদ্ধি হলো ওদের।

You might also like
Leave A Reply

Your email address will not be published.