The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪

বানিজ্য মন্ত্রীর নির্বাচনী এলাকা কাউনিয়ায় নেতাকর্মীদের সাথে মতবিনিময়

রংপুর প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি।

সোমবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারো নৌকায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান এবং সকল ভেদাভেদ ভুলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সহযোগিতা করারও আহবান জানান।

উক্ত মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জয়নুল আবেদীন, সহ সভাপতি সাইফুল ইসলাম সেলিম, আঃ জলিল, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাসান, জমশের আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ইউসুফ আলী,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফিরোজ সরকার, সাবেক সাধারণ মানুষ আশিকুর রহমান প্রমূখ।

You might also like
Leave A Reply

Your email address will not be published.