The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫

বাঙলা কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল

বাঙলা কলেজ প্রতিনিধি: নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে রাজধানীর সরকারি বাঙলা কলেজে ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টা নাগাদ এ আনন্দ মিছিল শুরু হয়। কলেজ গেট থেকে শুরু হয়ে মিছিলটি মিরপুর সনি সিনেমা হল এবং টেকনিক্যাল মোড় পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজের প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়।

মিছিলে বাঙলা কলেজ ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের পাশাপাশি ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে।
সমাবেশে সদস্যসচিব ফয়সাল রেজার সঞ্চালনায় আহ্বায়ক মো. মোখলেছুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান ও যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম সন্টু জয় বক্তব্য রাখেন।

বক্তব্যে, সাধারণ শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিয়ে সরকারি বাঙলা কলেজে ছাত্রদল পরিচালিত হবে বলে জানান বাঙলা কলেজ ছাত্রদলের আহবায়ক মো. মোখলেছুর রহমান। এছাড়াও ২৪ ঘণ্টা সাধারণ শিক্ষার্থীদের সেবায় নিয়োজিত থাকার ঘোষণা দিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, ‘নতুন কমিটিতে যারা প্রত্যাশিত পদে আসতে পারেন নি, তারাও অনেক যোগ্য। আসুন, সবাই একসঙ্গে সুষ্ঠু ধারার রাজনীতি করি।’

এছাড়া, কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল রেজাও সাধারণ শিক্ষার্থীদের সেবায় সবসময় নিয়োজিত থাকার অঙ্গীকার করেছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক রায়হান চৌধুরী, মাসুদ রানা প্রামানিক, আবু তালহা, হুমায়ুন কবির। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাব্বির হোসেন, আরিফুল ইসলাম মল্লিক, মো. দিদারুল ইসলাম, তরিকুল ইসলাম হৃদয়, মো. রাজু মিয়া, ফরিদ আহমেদ এবং আব্দুল আলিম প্রামাণিক।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৪শে ডিসেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি কর্তৃক ২৪ সদস্যবিশিষ্ট সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন করা হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.