The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩

বাঙলা কলেজে বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

সাঈদ মঈন, সরকারি বাঙলা কলেজ: আজ মঙ্গলবার, ২৮শে ফেব্রুয়ারী ২০২৩, রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি বাঙলা কলেজে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব খাজা মিয়া।

এছাড়াও বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যাক্ষ প্রফেসর মোঃ জাহাঙ্গীর হোসেন এবং শিক্ষক পরিষদের প্রতিনিধিবৃন্দ।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের কর্মসূচির অংশ হিসেবে সকালে প্রধান অতিথিকে বিএনসিসি কলেজ উইংয়ের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

গার্ড অব অনার গ্রহণের পর প্রধান অতিথি কলেজ ক্যাম্পাসজুড়ে থাকা মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িতস্থান এবং বধ্যভূমিসমূহ পরিদর্শন করেন।

এরপর অতিথিবৃন্দ মঞ্চে আসন গ্রহণ করেন এবং পর্যায়ক্রমে সবাই বক্তব্য রাখেন। এসময় তাঁদের বক্তব্যে বাংলাদেশের ইতিহাস, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বাঙলা কলেজের ইতিহাসের নানা দিক উঠে আসে। প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষ করেন দেশ ও জাতির কল্যাণে ছাত্রদের এগিয়ে আসার উদার্ত আহ্‌বান জানিয়ে।

অতিথিবৃন্দের বক্তব্যের পরে উচ্চ মাধ্যমিক শাখা এবং স্নাতক-স্নাতকোত্তর শাখার ১০০ মিটার দৌড় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীগণ প্রদান অতিথি জনাব খাজা মিয়ার কাছ থেকে পুরষ্কার গ্রহণ করেন।

উল্লেখ্য, সরকারি বাঙলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয় গত ২৬শে ফেব্রুয়ারী। ২৬, ২৭ এবং ২৮শে ফেব্রুয়ারী বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে আজ পুরষ্কার হস্তান্তর করা হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. ক্যাম্পাস
  3. বাঙলা কলেজে বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

বাঙলা কলেজে বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

সাঈদ মঈন, সরকারি বাঙলা কলেজ: আজ মঙ্গলবার, ২৮শে ফেব্রুয়ারী ২০২৩, রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি বাঙলা কলেজে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব খাজা মিয়া।

এছাড়াও বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যাক্ষ প্রফেসর মোঃ জাহাঙ্গীর হোসেন এবং শিক্ষক পরিষদের প্রতিনিধিবৃন্দ।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের কর্মসূচির অংশ হিসেবে সকালে প্রধান অতিথিকে বিএনসিসি কলেজ উইংয়ের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

গার্ড অব অনার গ্রহণের পর প্রধান অতিথি কলেজ ক্যাম্পাসজুড়ে থাকা মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িতস্থান এবং বধ্যভূমিসমূহ পরিদর্শন করেন।

এরপর অতিথিবৃন্দ মঞ্চে আসন গ্রহণ করেন এবং পর্যায়ক্রমে সবাই বক্তব্য রাখেন। এসময় তাঁদের বক্তব্যে বাংলাদেশের ইতিহাস, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বাঙলা কলেজের ইতিহাসের নানা দিক উঠে আসে। প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষ করেন দেশ ও জাতির কল্যাণে ছাত্রদের এগিয়ে আসার উদার্ত আহ্‌বান জানিয়ে।

অতিথিবৃন্দের বক্তব্যের পরে উচ্চ মাধ্যমিক শাখা এবং স্নাতক-স্নাতকোত্তর শাখার ১০০ মিটার দৌড় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীগণ প্রদান অতিথি জনাব খাজা মিয়ার কাছ থেকে পুরষ্কার গ্রহণ করেন।

উল্লেখ্য, সরকারি বাঙলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয় গত ২৬শে ফেব্রুয়ারী। ২৬, ২৭ এবং ২৮শে ফেব্রুয়ারী বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে আজ পুরষ্কার হস্তান্তর করা হয়।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন