The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪

বাকৃবিতে সকল ধরণের রাজনীতি বন্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাকৃবি প্রতিনিধিঃ ক্যাম্পাসে সকল ধরণের রাজনীতি বন্ধের জন্যে বিক্ষোভ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (১১ আগস্ট) সকাল ১০ টা থেকেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে একত্রিত হয়ে রাজনীতি বন্ধের বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

পরে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষক কমপ্লেক্সের সামনে গিয়ে বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য শিক্ষকদের কাছে ক্যাম্পাসে সকল ধরণের রাজনীতি বন্ধ এবং উপাচার্যকে সশরীরে ক্যাম্পাসে এসে পদত্যাগ করার দাবি তোলেন। এ সময় শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল শিক্ষক কমপ্লেক্সে শিক্ষক সমিতির সভাপতি-সা. সম্পাদকের সাথে আলোচনায় বসে পরিস্থিতি স্বাভাবিক করেন।

আন্দোলন পরবর্তী শিক্ষার্থীদের সাথে আলোচনায় বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার বলেন, শিক্ষার্থীদের দাবির সাথে আমরা নৈতিকভাবে একমত। শিক্ষক-শিক্ষার্থীদের মতের মধ্যে কোনো দূরত্ব নেই। এখন যেহেতু বিশ্ববিদ্যালয়ে কার্যত কোনো প্রশাসন নেই। তাই আমরা দাবিগুলোর বিষয়ে কিছু বলতে পারছি না। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এমদাদুল হক চৌধুরী পদত্যাগ পত্র জমা দিয়েছেন। আমরা আশা করবো অন্যরাও দ্রুত পদত্যাগ করবেন। এরপর নতুন উপাচার্য নিয়োগ হলে, নতুন প্রশাসনিক বডি গঠিত হবে। নতুন প্রশাসন বিশ্ববিদ্যালয়ের হলগুলোর সংস্কার এবং শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে অতি দ্রুত তাদের ক্যাম্পাসে ফিরে আসতে এবং ক্লাস শুরুর নোটিশ দিবে। সাধারণ শিক্ষার্থীরা সবাই ক্যাম্পাসে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমরা শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে বসে দাবিগুলো নিয়ে আলোচনা করবো।

You might also like
Leave A Reply

Your email address will not be published.