আমান উল্লাহ, বাকৃবিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আওয়ামী পন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের একাংশের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইয়াসমীন বারি সভাপতি এবং উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো আতিকুর রহমান খোকন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৯ সদস্য বিশিষ্ট ঐ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. এনামুল হক, যুগ্ম সম্পাদক প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. শিরিন আক্তার, সাংগঠনিক সম্পাদক ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো নূরুল হায়দার রাসেল, প্রচার সম্পাদক কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক পশুপুষ্টি বিভাগের ড. মমতা রানী দেবী, ক্রীড়া সম্পাদক কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের মো শিশির আহমেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ডেয়রি বিজ্ঞান বিভাগের মো সাদাকাতুল বারি, মহিলা সম্পাদক ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের আসমাউল হুসনা নুপুর
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন একোয়াকালচার বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হক, কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন, পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফৌজিয়া সুলতানা, ফার্ম স্ট্রাকচার এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো সিদ্দিকুর রহমান, কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এ. এইচ. এম. সাইফুল ইসলাম, সীড সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের ড. মোহাম্মদ হুমায়ূন কবীর, এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগের ডা মো নাজমুল হাসান সিদ্দিকী, কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো রমিজ উদ্দিন।