The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪

বাউবির এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার ৬৫.৫৯ শতাংশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) অধীনে সম্পন্ন ২০২২ সালের এসএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের বিষয়ভিত্তিক চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। যেখানে পাসের হার দেখা গেছে ৬৫ দশমিক ৫৯ শতাংশ।

রোববার রাতে বাউবির প্রো-উপাচার্যের (শিক্ষা) অনুমোদনক্রমে এ ফল প্রকাশ করা হয়।

জানা গেছে, এবার বাউবির এসএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের পরীক্ষায় মোট ৪৭ হাজার ৮০২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর ভিতর চূড়ান্ত পরীক্ষায় ২২ হাজার ২৭১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহকারীদের মধ্যে বিভিন্ন গ্রেডে মোট ১৪ হাজার ৬০৮ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। পাসের হার ৬৫ দশমিক ৫৯ ভাগ।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৯ হাজার ৩ জন ছাত্র এবং ৫ হাজার ৬০৫ ছাত্রী। একই সঙ্গে ১ম বর্ষের ২৫ হাজার ৫৩১ জন শিক্ষার্থীর পরীক্ষার ফলও প্রকাশ করা হয়েছে।

সব ফলাফল বাউবির ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.