জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। বিভিন্ন পদে নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে আবেদনপত্র আহবান করা হয়েছে।
মোট পদ সংখ্যা: ৬১টি
পদের নাম:
১) অফিসার (এক্স ক্যাডার-নার্স): ৭টি
২) ডাটা এন্ট্রি /কন্ট্রোল অপারেটর: ৫০টি
৩) কম্পিউটার গ্রাফিক্স অপারেটর: ৪টি
আবেদনের শেষ তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২০ইং
আবেদনের লিংক: https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php