The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোমেটারোলজি বিভাগে বিশ্বব্যাংকের অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন কৃষি আবহাওয়া তথ্যপদ্ধতি উন্নতকরণ প্রকল্পে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকল্প মেয়াদকালীন (১৫ মাস) মোট ছয় পদে লোক নেওয়া হবে।

১. পদের নাম: ফিল্ডম্যান
পদসংখ্যা: ১
যোগ্যতা: বিজ্ঞানে স্নাতক ডিগ্রি
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা।

২. পদের নাম: হিসাবরক্ষক
পদসংখ্যা: ১
যোগ্যতা: বাণিজ্যে স্নাতক ডিগ্রি
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি পাস
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৪. পদের নাম: ল্যাব টেকনিশিয়ান
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি পাস/কৃষি বিজ্ঞানে ডিপ্লোমা
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৫. পদের নাম: ডেটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি পাস
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৬. পদের নাম: এমএলএসএস
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি পাস
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরম এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে পূরণ করে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।

আবেদন ফি
প্রার্থীদের ১০০০ টাকার পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট বিভাগীয় প্রধান, অ্যাগ্রোমেটারোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুকূলে, সোনালী ব্যাংক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর শাখার ওপর দাখিল করতে হবে। ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের কপি আবেদনপত্রে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: বিভাগীয় প্রধান, অ্যাগ্রোমেটারোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর।

আবেদনের শেষ তারিখ: ২২ সেপ্টেম্বর ২০২২।

You might also like
Leave A Reply

Your email address will not be published.