The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪

বঙ্গবন্ধু আন্তঃমেডিকেল কলেজ প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান ঢাকা মেডিকেল

ঢাকা মেডিকেল প্রতিনিধি: বঙ্গবন্ধু আন্তঃমেডিকেল কলেজ প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ইউএস বাংলা মেডিকেল কলেজকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে ঢাকা মেডিকেল কলেজ।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) পূর্বাচলের গ্রিন ইউনিভার্সিটির মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনাল উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন ইউএস-বাংলা মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটু মিঞা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন ডা. শাহরিয়ার নবী ও ইউএস বাংলা গ্রুপের ডিএমডি ডা. মাহবুব ঢালী।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান বলেন, সুস্থ ও সুন্দর জাতি বিনির্মাণে শিক্ষার পাশাপাশি খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে আজকের ছাত্রছাত্রীরাই আগামী দিনে অগ্রণী ভূমিকা পালন করবে।

বিশেষ অতিথির বক্তব্যে ইউএস-বাংলা মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি চর্চা ছাত্র-ছাত্রীদের অনন্য মানুষে পরিণত করে। ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হলে খেলাধুলার বিকল্প নেই৷ মানবিক মূল্যবোধ সমৃদ্ধ উন্নত জাতি গড়তে সুস্থ সাংস্কৃতিক চর্চা ও ক্রীড়াঙ্গনেও দক্ষ হতে হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.