The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির শ্রদ্ধা

ইব্রাহীম মাহমুদ: কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির ( কনকসাস) নবনির্বাচিত কমিটি ২০২৩ এর কার্যনির্বাহী সদস্যরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে। শনিবার (১৭ জুন) বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় তারা।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের হাতে নিহত সকল শহীদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন নবনির্বাচিত কমিটির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি যায়েদ হোসেন মিশু ও সাধারণ সম্পাদক আতিক হাসান শুভ। এছাড়াও উপস্থিত ছিলেন কনকসাসের সদ্য সাবেক সভাপতি মাঈন উদ্দিন আরিফ, সাবেক আহ্বায়ক ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্রাবণী কবির এ্যামি ও অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য, গত ১৪ই জুন কনকসাসের নির্বাচনের মধ্য দিয়ে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে যায়েদ হোসেন মিশু, সাধারণ সম্পাদক আতিক হাসান শুভ, সহ-সভাপতি মো: শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া মিতু, সাংগঠনিক সম্পাদক শ্রাবণী কবির এ্যামি, অর্থ সম্পাদক বাইজীদ সা’দ , দফতর, প্রচার ও প্রকাশনা সম্পাদক শীতাংশু ভৌতিক অংকুর এবং পাঠাগার ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জুবাইর হোসাইন সজল নির্বাচিত হয়েছেন। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে পার্থ সাহা , মরিয়ম আক্তার এবং সুদের রায়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.