The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪

বইমেলায় আসছে চবি শিক্ষার্থীর ‘শাটল ট্রেন ও অন্যান্য’

চবি প্রতিনিধি: বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ কবি ও লেখক রহমাতুল্লাহ রাফির তৃতীয় বই প্রথম গল্পগ্রন্থ ‘শাটল ট্রেন ও অন্যান্য’। রহমাতুল্লাহ রাফি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

দীর্ঘ দুই বছর বিরতির পর তিনি তার তৃতীয় বই প্রকাশ করতে যাচ্ছেন। ছোটো-বড়ো মিলিয়ে মোট দশটি গল্পের সমন্বয়ে সাজানো হয়েছে গল্পগ্রন্থটি। প্রতিটি গল্পই বিষয়বস্তুর আঙ্গিকে সম্পূর্ণ স্বতন্ত্র এবং অভূতপূর্ব। একটি গল্পের আখ্যানের সাথে অন্য গল্পের কোনো মিল নেই। প্রতিটির স্বাদই ভিন্ন।

কাহিনি নির্বাচনে লেখক মুনশিয়ানা দেখিয়েছেন। শব্দচয়ন এবং বাক্য গঠনে রেখেছেন পরিপক্বতার ছাপ। রুচিশীল ব্যঞ্জনা এবং সাবলীল সংলাপে তুলে ধরেছেন অভিনবত্ব। গল্পের ফাঁকে ফাঁকে সেন্স অব হিউমারের যথোপযুক্ত ব্যবহারে গল্পগুলোকে করে তুলেছেন আরও বেশি উপভোগ্য।

‘শাটল ট্রেন ও অন্যান্য’ এর সবগুলো গল্পই একপ্রকার সত্যঘটনা অবলম্বনে রচিত, অবশ্যই পাশাপাশি যোগ হয়েছে লেখকের নিজস্ব কল্পনা। পাঠক যখন বইটি পড়বে তখন অবচেতনেই তার মন প্রশ্ন তুলবে— এত আশ্চর্যজনক এবং রোমহষর্ক ঘটনাও ঘটতে পারে? পরক্ষণেই তার মনে হবে, আরে, এ তো আমাদের চারপাশেরই গল্প। যার কোনো অংশ পরিচ্ছন্ন; কোনো অংশ ভয়াবহ নোংরা।

লেখক রহমাতুল্লাহ রাফি বলেন, ‘এই বইটি ইচ্ছে করলে আরও এক বছর আগেই প্রকাশ করতে পারতাম। কিন্তু কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করতে রাজি নই বলে সময় নিয়েছি। একজন খুঁতখুতে শিল্পীর মতো দীর্ঘ দুই বছর ঘঁষামাজা করে গল্পগুলোর আলঙ্কারিক সৌন্দর্য বৃদ্ধি করেছি, উপাখ্যানে সৃষ্টি করেছি নিত্যনতুন বাঁক, ভাষাগত মসৃণতার পাশাপাশি কাহিনিকে করেছি আরও বেশি গতিময়। পূর্বেই বলেছি, আমি কোয়ান্টিটিতে নয়; কোয়ালিটিতে বিশ্বাসী। সময় নিয়ে কাজ করা আমার সত্তাগত স্বভাব। ইতোপূর্বে প্রকাশিত আমার কাব্যগ্রন্থ দুটি স্বল্প পরিধিতে হলেও তরুণ প্রজন্মের মন জয় করতে সক্ষম হয়েছে। আমার কলমের প্রতি একটা বিশ্বাস গড়ে উঠেছে তাদের। কলম-কালির সূত্র ধরে তাদের পক্ষ থেকে পেয়েছি অফুরন্ত ভালোবাসা। এই ব্যাপারটা অবধারিতভাবে একটা দায়বদ্ধতা তৈরি করেছে। সুতরাং মানহীন কিছু প্রকাশ করে আমি তাদের সেই বিশ্বাস এবং ভালোবাসায় ফাটল ধরাতে চাইনি। আমি সৎভাবে আমার সর্বোচ্চ প্রচেষ্টাটুকু করে গেছি।

‘শাটল ট্রেন ও অন্যান্য’ সম্পর্কে যদি বলি, তাহলে বলব— এই বইয়ের গল্পগুলো এই সমাজেরই সাদা-কালো অংশ। কাম-ক্রোধ, রোমাঞ্চ-রহস্য, প্রেম-ঘৃণা, স্বার্থ-দ্বন্দ্ব, খুন-রাহাজানি, অতিপ্রাকৃত কিংবা যাদুবাস্তবতার অপূর্ব এক মিশেল এই গল্পগ্রন্থটি। সামাজিক বাস্তবতা, সমকালীন রাজনীতির নোংরা প্রতিচ্ছবি, মানব জীবনের উত্থান-পতন, নারী-পুরুষের মনস্তত্ত্বসহ আরও অসংখ্য বিষয়ে আলো ফেলেছে বইটি। কিছু কিছু গল্প পাঠককে মানবিক হতে উজ্জীবিত করবে, সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দিবে। সর্বোপরি আমার গল্পগুলোর অন্যতম বৈশিষ্ট্য হলো স্রোতের মতো বয়ে চলা, যা একটু ফাঁক পেলেই অন্যদিকে মোড় নেয় কিন্তু মূল প্রবাহের সাথে সম্পর্ক ছিন্ন করে না। তারপর একসময় এক জায়গায় গিয়ে মিলেমিশে একাকার হয়ে যায়।
কয়েকটি গল্পের ব্যাপ্তি প্রলম্বিত হওয়ার কারণে পাঠক পাঠ করার সময় উপন্যাস পড়ার সুখ পাবে। এই গল্পগুলোর আয়তন বড়োগল্পের কাছাকাছি উপন্যাসিকার চেয়ে কিছুটা কম।
আমার বিশ্বাস সকল স্তরের পাঠকদের গল্পগ্রন্থটি ভালো লাগবে। বইটি পড়ার পর তারা আমার পরিশ্রম এবং একনিষ্ঠতাকে বহুদিন হৃদয়ে লালন করবে।

অমর একুশে বইমেলায় বইটি প্রকাশ করছে উপকথা প্রকাশন। প্রকাশক তানভীর আহমেদ। প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ। ১২৮ পৃষ্ঠার (৮ ফর্মা) বইটির মুদ্রিতমূল্য মাত্র ২৭০ টাকা। বইমেলায় ২৫% ছাড়ে আরও সুলভ মূল্যে পাওয়া যাবে। বইটির প্রি অর্ডার চলছে এখন। সরাসরি লেখক এবং রকমারিসহ অন্যান্য প্রতিষ্ঠিত বুকশপ থেকে খুব সহজেই সংগ্রহ করা যাবে ‘শাটল ট্রেন ও অন্যন্য’ গল্পগ্রন্থটি।

প্রসঙ্গত, এর আগে লেখকের ‘অরণ্যে অন্বেষণ’ এবং ‘রোদেপোড়া রেলস্টেশন’ নামে দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.