The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪

ফের হাসপাতালে মাহাথির মোহাম্মদ

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির বিন মোহাম্মদকে শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সহকারী বুধবার এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

মাহাথিরের সহকারী সুফি ইউসুফ জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় তাকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তিনি বলেন, ‘হাসপাতালের দেওয়া তথ্যানুযায়ী, তার সমস্যাটি হলো ‘লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন’ বা নিম্ন শ্বাসনালীর সংক্রমণ।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী আগামী কয়েক দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন।

এএফপির তথ্যানুসারে, মাহাথির গত জুলাই মাসে তার ৯৯তম জন্মদিন উদযাপন করেন। তিনি দুইবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত জুলাই মাসেও তিনি হাসপাতালে ভর্তি ছিলেন ‘দীর্ঘস্থায়ী কাশির’ সমস্যা নিয়ে।

এ ছাড়া চলতি বছর এর আগে তিনি প্রায় তিন মাস হাসপাতালে কাটিয়েছেন। গত কয়েক বছরে তিনি একাধিকবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন এবং তার হার্টের বাইপাস সার্জারি করাতে হয়েছে।
মাহাথির মোহাম্মদকে বিশ্বের সবচেয়ে বয়স্ক রাজনৈতিক নেতা বলা হয়। তিনি দুইবার দেশের নেতৃত্বে ছিলেন।

১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রথমবার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরপর ২০১৮ সালে ৯২ বছর বয়সে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন। সেবার তিনি ২০২০ পর্যন্ত পদে ছিলেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.