The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪

প্রায় কোটি টাকা সমমূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি কষ্টিপাথরে মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা।

বিজিবি জানায়, টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল কমান্ডার হাবিলদার মোহাম্মদ সফিকুল ইসলাম, নায়েক মোঃ শফি কামাল (ভিআইপি) হাবিলদার মোঃ রহিম মিয়া সহ ১০ জনের সঙ্গীয় ফোর্স শুক্রবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে পঞ্চগড় সদর উপজেলার ১নং অমরখানা ইউনিয়নের টোকাপাড়া সীমান্ত এলাকার ৫০০ গজ ভিতরে এক বাড়ি থেকে পরিতাক্ত অবস্থায় কষ্টিপাথরে মূর্তি উদ্ধার করে নীলফামারী ৫৬ বিজিবির অধীনস্ত টোকাপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা।

এ দিকে শনিবার (২৯ অক্টোবর) সকালে পরীক্ষার জন্য ব্যাটালিয়নে নেয়া হয় মূর্তিটি।

নীলফামারী- ৫৬ বিজিবির লে. কর্ণেল আসাদুজ্জামান হাকিম উদ্ধারের বিষয়টি প্রতিবেদক শিশির আসাদকে নিশ্চিত করেন।

এ দিকে বস্তুটির ওজন পাওয়া গেছে ৯৫ কেজি ৮০০ গ্রাম। যার মূল্য ৯৫ লক্ষ ৮৫ হাজার টাকা। জুয়েলার্সের কাছে পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়ে গেলে জুয়েলার্স পাথরটি কষ্টি পাথর বলে নিশ্চিত করে। মূর্তিটি জাদুঘরে রাখার ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.