The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫

প্রধানমন্ত্রীর কৃষিকাজ আমাকে অনুপ্রাণিত করেছে: রিপন খলিফা

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ আবুল বাশার রিপন খলিফা। গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক তিনি।তার রয়েছে আরও একটা পরিচয়। তিনি একজন সফল কৃষিবিদ। তার রয়েছে একটা বিশাল খামার। খামারটিতে মালটা,পেয়ারা,কলা সহ কয়েকরকম ফলের গাছ। এছাড়াও মাছের খামারও রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার পাশাপাশিও কৃষিকাজে আগ্রহ দেখে নিজ গ্রামে যথেষ্ট জনপ্রিয় আবুল বাশার রিপন খলিফা।তিনি ইতিমধ্যে প্রশংসাইও ভাসছেন নিজ গ্রামসহ বিশ্ববিদ্যালয়ের সকলের কাছে।

জানা যায়, আবুল বাশার রিপন খলিফা ফরিদপুর জেলার মধুখালি উপজেলার মোহাম্মদ আকবর খলিফার ছেলে।তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। বর্তমানে তিনি ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করছেন।

আবুল বাশার রিপন খলিফার সঙ্গে কথা হয় দ্যা রাইজিং ক্যাম্পাসের। তিনি বলেন, ছোট থেকে কৃষির প্রতি তার ভালোবাসা কাজ করে। সেই ভালোবাসা থেকেই কাজ শুরু। এসময় তিনি আরও বলেন, একজন কৃষক,মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পিতার সন্তান তিনি।১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী যখন তার বাড়িয়ে হামলা চালিয়েছিলে তখনও তার বাবা মাছ ধরার পোলো তৈরি করছিলেন।আব্বার থেকেই কৃষির প্রতি ভালবাসা তৈরি হয়েছে। এরপরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষিকাজের প্রতি আগ্রহ দেখে আরও অনুপ্রাণিত হয়েছি। সেই থেকেই আমি,মিলন খলিফা এবং অন্যান্য ভাইয়েদের তত্ত্বাবধানে এই খামার তৈরি করা।

সরজমিনে ঘুরে দেখা যায়, খামারে কমলার প্রচুর ফলন হয়েছে। খামারের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে রিপন খলিফা জানান, আগামীতে আরও বৃহৎ পরিসরে ফলন করাব।বিভিন্ন জেলায় কমলা,পেয়ারা এবং মাছ পৌঁছে দেয়ারও ইচ্ছা পোষণ করেন বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক।

মেজবা রহমান/

You might also like
Leave A Reply

Your email address will not be published.