The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪

প্রধানমন্ত্রীকে হুমকিদাতা চাঁদের বিচার চায় ইবি শাপলা ফোরাম

ইবি প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিচারের দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরাম। উক্ত দাবীর সমর্থনে আগামীকাল বুধবার সকালে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিরও আয়োজন করেছে ফোরামটি।

মঙ্গলবার (২৩ মে) ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোঃ মামুনুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, হুমকির ঘটনাটি পূর্বপরিকল্পিত এবং বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করা ও বঙ্গবন্ধু পরিবারকে ধ্বংস করার উদ্দেশ্যে গভীর ষড়যন্ত্রের অংশ। চিরচেনা একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এখনো যে খুনের রাজনীতির উপর দাঁড়িয়ে আছে ঘটনাটি তা আবারো প্রমাণ করলো।

বিবৃতিতে আরো বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে তখন উপর্যুক্ত স্বার্থান্বেষী গোষ্ঠী তাদের হত্যার রাজনীতি সফল করতে মরিয়া হয়ে মাঠে নেমেছে।

এ বিষয়ে শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যখন সর্বক্ষেত্রে দেশের উন্নয়ন করে যাচ্ছেন এ ধরনের একটি বক্তব্য চরম ধিক্কারজনক এবং এই দোষী ব্যক্তিকে যতদ্রুত সম্ভব বিচারের আওতায় আনার জন্য আহ্বান জানাচ্ছি।

উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে হুমকি দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। এ সময় তিনি শেখ হাসিনাকে কবরে পাঠাতে হবে বলে তার বক্তব্যে বলেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.