The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৩

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, কুবি বঙ্গবন্ধু পরিষদের একাংশের প্রতিবাদ

কুবি প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু পরিষদের একাংশ (ওমর-জাহিদ) অংশ।

সোমবার (২২মে) একাংশের সভাপতি কাজী ওমর সিদ্দিকী ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদ হাসানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ মে রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বঙ্গবন্ধু পরিষদ। তারা মনে করে, এমন হুমকি শুধু ব্যক্তি প্রধানমন্ত্রীকে নয় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর চরম আঘাত। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী চেতনায় বিশ্বাসী জামায়াত-বিএনপির পূর্বসূরীরা যেভাবে ১৫ই আগস্ট ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে হত্যা করে দেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় রচনা করেছিল।

আরও বলা হয়, সাম্প্রতিক হুমকিই প্রমাণ করে তাদের দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত। এ ষড়যন্ত্রের অংশ হিসেবে ২১ আগস্টসহ বিভিন্ন সময়ে শেখ হাসিনাকে বারবার হত্যা চেষ্টা করা হয়েছে। আমরা বঙ্গবন্ধু পরিষদ দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমরা বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কর্মীরা বর্তমান উন্নত, ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী একনিষ্ঠকর্মী। তাঁর বিরুদ্ধে এবং বাংলাদেশের অগ্রযাত্রার পথে কোনো ষড়যন্ত্রকেই সফল হতে দেব না। অনতিবিলম্বে হুমকিদাতা এবং তাকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদদদাতাদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. ক্যাম্পাস
  3. প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, কুবি বঙ্গবন্ধু পরিষদের একাংশের প্রতিবাদ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, কুবি বঙ্গবন্ধু পরিষদের একাংশের প্রতিবাদ

কুবি প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু পরিষদের একাংশ (ওমর-জাহিদ) অংশ।

সোমবার (২২মে) একাংশের সভাপতি কাজী ওমর সিদ্দিকী ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদ হাসানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ মে রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বঙ্গবন্ধু পরিষদ। তারা মনে করে, এমন হুমকি শুধু ব্যক্তি প্রধানমন্ত্রীকে নয় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর চরম আঘাত। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী চেতনায় বিশ্বাসী জামায়াত-বিএনপির পূর্বসূরীরা যেভাবে ১৫ই আগস্ট ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে হত্যা করে দেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় রচনা করেছিল।

আরও বলা হয়, সাম্প্রতিক হুমকিই প্রমাণ করে তাদের দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত। এ ষড়যন্ত্রের অংশ হিসেবে ২১ আগস্টসহ বিভিন্ন সময়ে শেখ হাসিনাকে বারবার হত্যা চেষ্টা করা হয়েছে। আমরা বঙ্গবন্ধু পরিষদ দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমরা বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কর্মীরা বর্তমান উন্নত, ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী একনিষ্ঠকর্মী। তাঁর বিরুদ্ধে এবং বাংলাদেশের অগ্রযাত্রার পথে কোনো ষড়যন্ত্রকেই সফল হতে দেব না। অনতিবিলম্বে হুমকিদাতা এবং তাকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদদদাতাদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন