The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪

প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন প্রিয়াঙ্কা গান্ধী

ডেস্ক রিপোর্ট: সংসদ সদস্য হিসাবে প্রথমবার সংসদে পা রাখলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ওয়েনাড় কেন্দ্রের নির্বাচিত সদস্য হিসাবে শপথ নেন প্রিয়াঙ্কা।

শপথ অনুষ্ঠানে সঙ্গে ছিলেন ভাই রাহুল গান্ধী এবং মা সোনিয়া গান্ধী। অনুষ্ঠানে ডান হাতে লাল-কালো মলাটের সংবিধান তুলে ধরে শপথগ্রহণ করেন তিনি। তারপর লোকসভার অন্য সংসদ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায় প্রিয়াঙ্কাকে।

বৃহস্পতিবার সকালেই কংগ্রেস সংসদ সদস্যদের বৈঠকে যোগ দিয়েছিলেন প্রিয়াঙ্কা। তিনি লোকসভায় আসছেন এই খবর পেয়ে সংসদ চত্বরে হাজির হন অন্য কংগ্রেস সংসদ সদস্যরা। এ সময় ‘প্রিয়াঙ্কা স্বাগতম’ স্লোগান ওঠে।

গাড়ি থেকে নেমে প্রিয়াঙ্কা জানান, তিনি ভীষণ খুশি। তারপরেই ভাই রাহুল এবং মা সোনিয়ার সঙ্গে সংসদের ভেতরে প্রবেশ করেন তিনি।

প্রসঙ্গত, সংবিধান হাতে শপথ নিয়ে ভাই রাহুলের পদাঙ্কই অনুসরণ করলেন প্রিয়াঙ্কা। পাঁচ মাস আগে লাল-কালো মলাটের সংবিধান হাতেই শপথ নিয়েছিলেন রাহুল।

২০০৪ সালের লোকসভা ভোট থেকে নিয়মিত সোনিয়া-রাহুলের প্রচারে অংশ নিলেও প্রিয়াঙ্কা আনুষ্ঠানিকভাবে সক্রিয় রাজনীতিতে আসেন ২০১৯ সালের জানুয়ারি মাসে। পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি সাধারণ সম্পাদক হিসেবে।

লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের রায়বরেলী এবং কেরলের ওয়েনাড়, দুই আসন থেকেই জয়ী হওয়ায় দ্বিতীয় আসনটি ছেড়ে দেন রাহুল। আর দাদার ছেড়ে দেওয়া আসনে প্রার্থী হন কংগ্রেস প্রার্থী হন প্রিয়াঙ্কা। ভোটের ফল বলছে, ৪ লক্ষ ১০ হাজারেরও বেশি ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই প্রার্থীকে হারিয়ে দাদার জয়ের ব্যবধানকেও ছাপিয়ে গিয়েছেন বোন প্রিয়াঙ্কা।

You might also like
Leave A Reply

Your email address will not be published.