The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪

পূর্ণাঙ্গ কমিটির জন্য যবিপ্রবি ছাত্রলীগের জীবনবৃত্তান্ত সংগ্রহ

যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার লক্ষ্যে ‘জীবনবৃত্তান্ত সংগ্রহ ও কর্মী সভা’ করেছে যবিপ্রবি ছাত্রলীগ। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসাইন ও প্রধান বক্তা হিসাবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

আজ শনিবার (৬ মে) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে শাখা ছাত্রলীগের সভাপতি মো: সোহেল রানার সভাপতিত্বে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল।এসময় পদ প্রত্যাশী কর্মীরা সভাপতি সাধারণ ও সম্পাদকের কাছে তাদের জীবনবৃত্তান্ত জমা দেন। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দসহ সর্বস্তরের কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় শাখা ছাত্রলীগের সভাপতি মো: সোহেল রানা বলেন, যবিপ্রবি শাখা ছাত্রলীগের কমিটির দায়িত্ব পাওয়ার পরপরই আমি ঠিক করি কমিটি পূর্ণাঙ্গ করে পরিশ্রমী ও নিয়মিত মিছিল মিটিং সহ ছাত্রলীগের কার্যক্রম অব্যাহত রেখেছে সেসকল কর্মীদের পরিচয় দেবো। যেন তাঁদের পরিচয়হীন থাকতে না হয়। এই কর্মী বাহিনীর হাত ধরে সামনে এগিয়ে যাবে যবিপ্রবি ছাত্রলীগ।

এসময় তিনি নেতাকর্মীদের অন্যায়, দূর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। তিনি বলেন, সকল প্রকার চাপ মোকাবেলা করেই ছাত্রলীগের রাজনীতি করতে হবে। অন্যায়, দূর্নীতি ও জঙ্গিবাদের মোকাবেলা করতে হবে।

কমিটিতে পদ পাওয়ার বিষয়ে সোহেল রানা বলেন, যারা পারিবারিকভাবে মুজিবীয় আদর্শের সৈনিক, ছাত্রলীগের জন্য নিবেদিত প্রাণ, ত্যাগী এবং সব সময় ছাত্রলীগের রাজনীতিতে সরব তারাই পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা পাবে৷

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নিমিত্তে আগ্রহী পদ-প্রত্যাশীদের ০৬ মে (শনিবার) বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে শাখা ছাত্রলীগের সভাপতি /সাধারণ সম্পাদক বরাবর জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে যবিপ্রবি শাখা ছাত্রলীগ।

প্রসঙ্গত ২০২২ সালের ৩১ জুলাই ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১১ সদস্যের যবিপ্রবি শাখা ছাত্রলীগের কমিটির অনুমোদন দেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.