The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪

পুতিনকে হত্যার চেষ্টা!

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যাচেষ্টা করা হয়েছে। পুতিন প্রাণে বেঁচে গেছেন বলে স্পেনভিক্তিক সংবাদমাধ্যম ইউরো উইকলি নিউজের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে।

বুধবার জেনারেল জিভিআর টেলিগ্রাম চ্যানেলে এই তথ্য প্রকাশ করা হয়েছে বলে ইউরো উইকলি নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

যদিও কোথায় পুতিনকে হত্যার চেষ্টা করা হয়েছে তা জানা যায়নি বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জিভিআর টেলিগ্রাম চ্যানেলের বরাত দিয়ে ইউরো উইকলি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের লিমুনিজের সামনের বাম দিকের চাকা হঠাৎ প্রচণ্ড শব্দে ফেটে যায়। গাড়ি থেকে ধোঁয়া বের হতে শুরু করে। তবে গাড়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

অবশ্য এই ঘটনায় পুতিন অক্ষতই হয়েছেন। এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে ইউরো উইকলি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।

পুতিনের এই হত্যাচেষ্টা নিয়ে নিউজ ডট সিও ডট এইউয়ের মতো সংবাদমাধ্যমও প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, সরকারি বাসভবনে ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে।

এর আগে, ২০১৭ সালে পুতিন প্রকাশ্যে জানিয়েছিলেন যে, তিনি অন্তত পাঁচটি হত্যাচেষ্টা থেকে বেঁচে গেছেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে অভিযান শুরুর পর থেকেই পুতিনের স্বাস্থ্য নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়ে। এরমধ্যেই এই ঘটনা সামনে এলো।

You might also like
Leave A Reply

Your email address will not be published.