The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪

পিএসসির সুপারিশে ১০ নির্বাচন কর্মকর্তার নিয়োগ, যোগদান ২৫ মে

পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সুপারিশে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় উত্তীর্ণ ১০ প্রার্থীকে উপজেলা নির্বাচন কর্মকর্তা পদে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আগামী ২৫ মে তাদের যোগদান করতে হবে। মঙ্গলবার (১০ মে) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগপ্রাপ্তদের শিক্ষানবিস হিসেবে দুই বছর কাজ করতে হবে। এ সময় তারা অযোগ্য বলে বিবেচিত হলে কোনো কারণ দর্শানো ছাড়া ও পিএসসিরি সঙ্গে পারমর্শ ব্যতিত নিয়োগ বাতিল করা হবে। এছাড়া শিক্ষানবিসকাল অতিবাহিত হওয়ার তিন বছরের মধ্যে চাকরি থেকে ইস্তফা দিলে প্রশিক্ষকালীন বেতন-ভাতা ফেরত দিতে হবে।

নিয়োগপ্রাপ্ত হলেন- মো. আলী সোহাল জুয়েল (রেজি নম্বর-০৮৪৫৩০), বাবা মো. সাহাবুদ্দীন গাজী, গ্রাম ঘোষলা, ডাকঘর গদাইপুর, উপজেলা পাইকগাছ, জেলা খুলনা। মো. রুবায়েত হাসান (রেজি নম্বর-০২২৯১৬), বাবা মো. আব্দুল মান্নান আকন্দ, গ্রাম নরোত্তমপুর, ডাকঘর রায়েরহাট, উপজেলা-বানারীপাড়া, জেলা বরিশাল। মো. রেজোয়ানুল হক (রেজি নম্বর-৫০৫৫৩৩), বাবা মো. মোজাম্মেল হক, গ্রাম কাজিরচর, ডাকঘর কাজিরচর, উপজেলা মুলাদী, জেলা বরিশাল।

মো. ইব্রাহিম খলিল (রেজি নম্বর-০৯০৯১৭), বাবা মো. হাবিবুর রহমান, গ্রাম কলাউপাড়া, ডাকঘর বানাতি, উপজেলা কলাপাড়া, জেলা পটুয়াখালী। মো. মেজর আহাম্মেদ (রেজি নম্বর-০৩৮০৯৬), বাবা মো. মোয়াজেন হোসাইন, গ্রাম মিরেরপাড়া, ডাকঘর মহিষকুণ্ডি, উপজেলা দৌলতপুর, জেলা কুষ্টিয়া। মো. শরীফুল ইসলাম (রেজি নম্বর-১০৩৮২৬), বাবা মো. শাহজামাল, গ্রাম বাইশা, ডাকঘর বাইশা, উপজেলা ঝিকরগাছা, জেলা যশোর।

রাজিয়া সুলতানা (রেজি নম্বর-০৪৬১০২), বাবা মো. আব্দুর রাজ্জাক, গ্রাম নাটন পাড়া, ডাকঘর, রৌমারি, উপজেলা রৌমারি, জেলা কুড়িগ্রাম। সেতু আক্তার (রেজি নম্বর-০১৭১৩৪), বাবা মো. মোফাজ্জল হোসেন খান, গ্রাম চরবদন, ডাকঘর চরহোগলা, উপজেলা বরিশাল সদর, জেলা বরিশাল।

বাপন রায় (রেজি নম্বর-০৩৮০০৬), বাবা বিকাশ রায়, গ্রাম কাপড়পট্টি (সিটি সেন্টার), ডাকঘর, মাধবপুর, উপজেলা মাধবপুর, জেলা হবিগঞ্জ। ইসামত জাহান লিপি (রেজি নম্বর-১১৩৪৯৯), বাবা মো. তাজুল ইসলাম, গ্রাম ধনুসাড়া, ডাকঘর ঘোলপাশা, উপজেলা চৌদ্দগ্রাম ও জেলা কুমিল্লা।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. ক্যাম্পাস
  3. পিএসসির সুপারিশে ১০ নির্বাচন কর্মকর্তার নিয়োগ, যোগদান ২৫ মে

পিএসসির সুপারিশে ১০ নির্বাচন কর্মকর্তার নিয়োগ, যোগদান ২৫ মে

পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সুপারিশে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় উত্তীর্ণ ১০ প্রার্থীকে উপজেলা নির্বাচন কর্মকর্তা পদে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আগামী ২৫ মে তাদের যোগদান করতে হবে। মঙ্গলবার (১০ মে) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগপ্রাপ্তদের শিক্ষানবিস হিসেবে দুই বছর কাজ করতে হবে। এ সময় তারা অযোগ্য বলে বিবেচিত হলে কোনো কারণ দর্শানো ছাড়া ও পিএসসিরি সঙ্গে পারমর্শ ব্যতিত নিয়োগ বাতিল করা হবে। এছাড়া শিক্ষানবিসকাল অতিবাহিত হওয়ার তিন বছরের মধ্যে চাকরি থেকে ইস্তফা দিলে প্রশিক্ষকালীন বেতন-ভাতা ফেরত দিতে হবে।

নিয়োগপ্রাপ্ত হলেন- মো. আলী সোহাল জুয়েল (রেজি নম্বর-০৮৪৫৩০), বাবা মো. সাহাবুদ্দীন গাজী, গ্রাম ঘোষলা, ডাকঘর গদাইপুর, উপজেলা পাইকগাছ, জেলা খুলনা। মো. রুবায়েত হাসান (রেজি নম্বর-০২২৯১৬), বাবা মো. আব্দুল মান্নান আকন্দ, গ্রাম নরোত্তমপুর, ডাকঘর রায়েরহাট, উপজেলা-বানারীপাড়া, জেলা বরিশাল। মো. রেজোয়ানুল হক (রেজি নম্বর-৫০৫৫৩৩), বাবা মো. মোজাম্মেল হক, গ্রাম কাজিরচর, ডাকঘর কাজিরচর, উপজেলা মুলাদী, জেলা বরিশাল।

মো. ইব্রাহিম খলিল (রেজি নম্বর-০৯০৯১৭), বাবা মো. হাবিবুর রহমান, গ্রাম কলাউপাড়া, ডাকঘর বানাতি, উপজেলা কলাপাড়া, জেলা পটুয়াখালী। মো. মেজর আহাম্মেদ (রেজি নম্বর-০৩৮০৯৬), বাবা মো. মোয়াজেন হোসাইন, গ্রাম মিরেরপাড়া, ডাকঘর মহিষকুণ্ডি, উপজেলা দৌলতপুর, জেলা কুষ্টিয়া। মো. শরীফুল ইসলাম (রেজি নম্বর-১০৩৮২৬), বাবা মো. শাহজামাল, গ্রাম বাইশা, ডাকঘর বাইশা, উপজেলা ঝিকরগাছা, জেলা যশোর।

রাজিয়া সুলতানা (রেজি নম্বর-০৪৬১০২), বাবা মো. আব্দুর রাজ্জাক, গ্রাম নাটন পাড়া, ডাকঘর, রৌমারি, উপজেলা রৌমারি, জেলা কুড়িগ্রাম। সেতু আক্তার (রেজি নম্বর-০১৭১৩৪), বাবা মো. মোফাজ্জল হোসেন খান, গ্রাম চরবদন, ডাকঘর চরহোগলা, উপজেলা বরিশাল সদর, জেলা বরিশাল।

বাপন রায় (রেজি নম্বর-০৩৮০০৬), বাবা বিকাশ রায়, গ্রাম কাপড়পট্টি (সিটি সেন্টার), ডাকঘর, মাধবপুর, উপজেলা মাধবপুর, জেলা হবিগঞ্জ। ইসামত জাহান লিপি (রেজি নম্বর-১১৩৪৯৯), বাবা মো. তাজুল ইসলাম, গ্রাম ধনুসাড়া, ডাকঘর ঘোলপাশা, উপজেলা চৌদ্দগ্রাম ও জেলা কুমিল্লা।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন