The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২রা জানুয়ারি, ২০২৫

পরীক্ষার সময় ব্লগ ভিডিও বানিয়ে ভাইরাল রুশমিনা পেলেন জিপিএ-৫

বুধবার (০৮ ফেব্রুয়ারি) ২০২২ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী ভিকারুন্নেসা স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে চমকে দিয়েছেন রুশমিলা মুনজেরিন প্রেরণা। বিষয়টি নিশ্চিত করেন তার বড় বোন সাজিয়া আফরিন আনুষ্কা।

রুশমিলা মুনজেরিন প্রেরণা পরীক্ষা চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্লগ ভিডিও বানিয়ে ব্যাপক আলোচিত হয়েছিলেন।

রুশমিলা মুনজেরিন প্রেরণা তার এইচএসসি পরীক্ষার চলাকালে তিনি বেশ কয়েকটি ব্লগ ভিডিও বানিয়েছেন। অবশ্য এটা নতুন নয়। তিনি আগে থেকেই তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের কনটেন্ট বানিয়ে আসছিলেন।।

প্রেরণার বড় বোন সাজিয়া আফরিন আনুষ্কা জানিয়েছেন, তার ছোট বোন রুশমিলা মুনজেরিন প্রেরণা জিপিএ-৫ পেয়েছে। আনুষ্কা তার ছোট বোনের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

তবে পরীক্ষার সময় করা তার ব্লগ ভিডিওগুলো নতুন করে নেটিজেনদের নজর কাড়ে। একটি পক্ষ তার ভিডিও পছন্দ করলেও বড় অংশই পরীক্ষা চলাকালীন তার এ ধরনের ব্লগ ভিডিওর সমালোচনা করেছেন।

উল্লেখ্য, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ, যা গতবারের চেয়ে ৯ দশমিক ৩১ শতাংশ কম।

You might also like
Leave A Reply

Your email address will not be published.