The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪

পদ্মায় নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার, খোঁজ মেলেনি রিফাতের

রাজশাহীতে গোসলে নেমে নিখোঁজ দুই কলেজছাত্রের একজনকে উদ্ধার করেছে স্থানীয় ফায়ার সার্ভিস। রাজশাহী নগরীর শ্রীরামপুর এলাুকায় পন্মা নদীতে গোসলে নেমে নিখোাঁজ হন দুই কলেজ ছাত্র। আজ রোববার সকাল সাড়ে ৬টায় ঘটনাস্থল থেকে ৫০ গজ পূর্ব দিকে মরদেহ ভেসে ওঠে।

রাজশাহী সদর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া মৃত শিক্ষার্থী রাজশাহী মহানগরীর মেহেরচন্ডী এলাকার সাঈদুর রহমানের ছেলে গোলাম সারওয়ার সাইম (১৭)। অন্যদিকে নিখোজ আছে রিফাত। নিখোঁজ রিফাত নগরীর দরগাপাড়া এলাকার বাসিন্দা খাজা মইনুদ্দিনের ছেলে।

জানা গেছে, শনিবার (১০ জুন) বেলা ১১টায় রাজশাহী নগরীর শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে সাইম ও রিফাত খন্দকার (১৭) নিখোঁজ হন। খবর পেয়ে  তাদের উদ্ধারে ছুটে আসে ফায়ার সার্ভিস। তাদের উদ্ধারে অভিযান পরিচালনা করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। অবশেষে আজ সকালে সাইমের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে রিফাত এখনও নিখোঁজ রয়েছে।

অফিসার আব্দুর রউফ জানান, রোববার সকালে পদ্মা নদীতে সাইমের মরদেহ ভেসে ওঠে। এ সময় স্থানীয় মাঝিরা দেখে ফায়ার সার্ভিসে সংবাদ দেয়। পরে ফায়ার সার্ভিসের লোকেরা মরদেহটি উদ্ধার করে।

উদ্ধার হওয়া সাইমের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

 

You might also like
Leave A Reply

Your email address will not be published.