The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪

পদত্যাগ করেছেন কবি নজরুল কলেজের অধ্যক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগম পদত্যাগ করেছেন।

রোববার (১১ আগস্ট) দুপুরে শিক্ষার্থীদের দাবির মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। অধ্যাপক আমেনা বেগমের পদত্যাগপত্র গণমাধ্যমের হাতে এসেছে।

পদত্যাগ পত্রে দেখা গেছে, ‘আমি পদত্যাগ করলাম’ লিখে তিনি সই করেছেন। তার নিচে দেওয়া হয়েছে অধ্যক্ষের সিলমোহর। তার নিচে আরও চারজন সই করেছেন। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, অধ্যাপক আমেনা বেগম আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপ-কমিটির (২০২২-২০২৫) সদস্য ছিলেন।

অপরদিকে অধ্যক্ষের পদত্যাগের পর ভেঙে দেওয়া হয়েছে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষক পরিষদ। আওয়ামীপন্থি শিক্ষকরা পরিষদের সদস্য হওয়ার কারণে তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীরা শিক্ষক পরিষদ ভেঙে দেওয়ার দাবি তুলে আন্দোলন শুরু করেন। পরে দুপুর ১টার পর কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ছালেহ আহমেদ ফকির শিক্ষক পরিষদ ভেঙে দিতে বাধ্য হন।

এরইমধ্যে তিনি বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। এতে বলা হয়েছে, বিভাগীয় প্রধান ও সহকর্মীদের জানানো যাচ্ছে যে, ১৭তম শিক্ষক পরিষদ রোববার (১১ আগস্ট) হতে বিলুপ্ত ঘোষণা করা হলো।

You might also like
Leave A Reply

Your email address will not be published.