The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪

নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী

নোবিপ্রবি প্রতিনিধি:নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শরীরচর্চা শিক্ষা বিভাগের উদ্যোগে ‘‘আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২২-২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ নভেম্বর) সকাল ১১.০০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম এর উদ্বোধন করেন।


শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) রুবেল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবির ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও খেলোয়াড়বৃন্দ।

প্রসঙ্গত, ‘‘আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২২-২৩ এর উদ্বোধনী খেলা আইএসএলএম বনাম পরিসংখ্যান এবং ইএসডিএম বনাব সিএসটিই বিভাগের মধ্যে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা: ২০১৯-২০ ও ২০২১-২২ এবং আন্তঃবিভাগ টেবিল টেনিস প্রতিযোগিতা: ২০২১-২২ (ছাত্র-ছাত্রী) এর চ্যাম্পিয়ন ও রানার আপ খেলোয়াড়দের পুরস্কার প্রদান করা হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.