The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪

নোবিপ্রবিতে অনুষ্ঠিত হবে ‘সায়েন্স ফেস্ট ২০২২’

দ্বিতীয় বারের মতো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিজ্ঞান মেলার আয়োজন করতে যাচ্ছে নোবিপ্রবি সায়েন্স ক্লাব। বিজ্ঞানের প্রসার, বিজ্ঞানমনস্ক সমাজ গঠন ও শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আগ্রহী করে গড়ে তোলার লক্ষ্যে আগামী ৩০ নভেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিজ্ঞান মেলার আয়োজন করতে যাচ্ছে ক্লাবটি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণের সুযোগ পাবেন। মোট ৭টি ইভেন্ট নিয়ে বসবে এবারের বিজ্ঞান মেলার আসর। ইভেন্টগুলো হলো— প্রোগ্রামিং কন্টেস্ট, সায়েন্টিফিক ফটোগ্রাফি কন্টেস্ট, সায়েন্টিফিক ডিবেট কম্পিটিশন, সায়েন্টিফিক পোস্টার প্রেজেন্টেশন, তিন মিনিটের রিসার্চ আইডিয়া প্রেজেন্টেশন, সায়েন্টিফিক বিজনেস আইডিয়া প্রেজেন্টেশন এবং কলেজ শিক্ষার্থীদের জন্য সায়েন্টিফিক কুইজ কম্পিটিশন।

বিজ্ঞান মেলার পরিসর বাড়াতে এবং পরিচালনা করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে নেওয়া হয়েছে ক্যাম্পাস অ্যাম্বাসেডর। যারা নিজ নিজ ক্যাম্পাসে বিজ্ঞান মেলার প্রতিনিধি হিসেবে কাজ করছেন। অনুষ্ঠান শেষে ক্যাম্পাস অ্যাম্বাসেডররা সার্টিফিকেট, এবং একজন সেরা অ্যাম্বাসেডর পাবেন বিশেষ পুরষ্কার।

এবারের বিজ্ঞান মেলায় নোবিপ্রবি সায়েন্স ক্লাবের সাথে সহযোগী হিসেবে থাকছে বিশ্ববিদ্যালয়ের একাধিক সংগঠন। অর্গানাইজিং পার্টনার হিসেবে আছে নোবিপ্রবির ডিবেটিং সোসাইটি,  ফটোগ্রাফি ক্লাব, আইটি ক্লাব, আইসিই প্রোগ্রামিং ক্লাব, চলো পাল্টাই ফাউন্ডেশন এবং ইইই সংগঠন। এছাড়া মিডিয়া পার্টনার হিসেবে থাকছে নোবিপ্রবি সাংবাদিক সমিতি ও নোবিপ্রবি প্রেসক্লাব।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. ক্যাম্পাস
  3. নোবিপ্রবিতে অনুষ্ঠিত হবে ‘সায়েন্স ফেস্ট ২০২২’

নোবিপ্রবিতে অনুষ্ঠিত হবে ‘সায়েন্স ফেস্ট ২০২২’

দ্বিতীয় বারের মতো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিজ্ঞান মেলার আয়োজন করতে যাচ্ছে নোবিপ্রবি সায়েন্স ক্লাব। বিজ্ঞানের প্রসার, বিজ্ঞানমনস্ক সমাজ গঠন ও শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আগ্রহী করে গড়ে তোলার লক্ষ্যে আগামী ৩০ নভেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিজ্ঞান মেলার আয়োজন করতে যাচ্ছে ক্লাবটি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণের সুযোগ পাবেন। মোট ৭টি ইভেন্ট নিয়ে বসবে এবারের বিজ্ঞান মেলার আসর। ইভেন্টগুলো হলো— প্রোগ্রামিং কন্টেস্ট, সায়েন্টিফিক ফটোগ্রাফি কন্টেস্ট, সায়েন্টিফিক ডিবেট কম্পিটিশন, সায়েন্টিফিক পোস্টার প্রেজেন্টেশন, তিন মিনিটের রিসার্চ আইডিয়া প্রেজেন্টেশন, সায়েন্টিফিক বিজনেস আইডিয়া প্রেজেন্টেশন এবং কলেজ শিক্ষার্থীদের জন্য সায়েন্টিফিক কুইজ কম্পিটিশন।

বিজ্ঞান মেলার পরিসর বাড়াতে এবং পরিচালনা করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে নেওয়া হয়েছে ক্যাম্পাস অ্যাম্বাসেডর। যারা নিজ নিজ ক্যাম্পাসে বিজ্ঞান মেলার প্রতিনিধি হিসেবে কাজ করছেন। অনুষ্ঠান শেষে ক্যাম্পাস অ্যাম্বাসেডররা সার্টিফিকেট, এবং একজন সেরা অ্যাম্বাসেডর পাবেন বিশেষ পুরষ্কার।

এবারের বিজ্ঞান মেলায় নোবিপ্রবি সায়েন্স ক্লাবের সাথে সহযোগী হিসেবে থাকছে বিশ্ববিদ্যালয়ের একাধিক সংগঠন। অর্গানাইজিং পার্টনার হিসেবে আছে নোবিপ্রবির ডিবেটিং সোসাইটি,  ফটোগ্রাফি ক্লাব, আইটি ক্লাব, আইসিই প্রোগ্রামিং ক্লাব, চলো পাল্টাই ফাউন্ডেশন এবং ইইই সংগঠন। এছাড়া মিডিয়া পার্টনার হিসেবে থাকছে নোবিপ্রবি সাংবাদিক সমিতি ও নোবিপ্রবি প্রেসক্লাব।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন