The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫

নেপালকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানকে হারানোর ম্যাচে সেঞ্চুরি করেছিলেন আজিজুল হাকিম তামিম। বাংলাদেশ অধিনায়ক এবার করলেন ফিফটি। তার ৭২ বলে অপরাজিত ৫২ রানের ওপর ভর করে নেপালের দেয়া ১৪২ রানের টার্গেট ছুয়ে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশের যুবারা। টানা দ্বিতীয় জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

দুবাই ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন আজিজুল হাকিম তামিম। ৬ বোলার মিলে ৪৬তম ওভারে ১৪১ রানে আটকে দেয় বাংলাদেশ নেপালীদের। দুটি করে উইকেট নেন রিজান হোসেন, ইকবাল হোসেন ইমন ও আল ফাহাদ। তামিম নিজে ৪ ওভার বোলিংয়ে ১৫ রানে নেন এক উইকেট।

রান তাড়ায় প্রথম ওভারে উইকেট হারালেও জাওয়াদ আবরার (৫৯)কে ৯০ রানের জুটি গড়ে দলকে জয়ের দিকে নিয়ে যান তামিম। এরপর চার উইকেট হারালেও নিজে ক্রিজে থেকে দলকে ২৯তম ওভারে জয় এনে দেন। তার ৭২ বলের ইনিংসে ছিল দুই চার ও তিন ছক্কা।

বাংলাদেশ মঙ্গলবার শ্রীলঙ্কার সঙ্গে গ্রুপের শেষ ম্যাচ খেলবে। আফগানিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কাও সেমিফাইনাল নিশ্চিত করেছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.