The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ৯ই নভেম্বর, ২০২৪

নিটারে সিঙ্গেলদের মিছিল, প্রেম মুক্ত সমাজের দাবি

নিটার প্রতিনিধিঃ ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) বিশ্ব ভালোবাসা দিবসে নিটার ফরএভার এলন সিটি কমিটির নেতা-কর্মীরা প্রতিবাদী মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে।

মিছিলটি ইয়ার্ন চত্ত্বরের সামনে থেকে খেলার মাঠ টিএসসি হয়ে মূল ফটক হয়ে পুনরায় ইয়ার্ন চত্ত্বরের সামনে শেষ হয়।

১৪ই ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিশ্ব ভ্যালেন্টাইন বা ভালোবাসা দিবস। বসন্তি মোহে মুগ্ধ ফুলে রাঙা এই দিনে বাঙালি মনের পবিত্র ভালোবাসা প্রকাশিত হয়। লাল, নীল, সাদা, বেগুনী হরেক রকমের পোশাকে সেজেছে নিটারের তরুণ তরুণী যুগলেরা।

অন্যদিকে নিটারের প্রেমঞ্চিতরা সিঙ্গেল কমিটির নেতৃত্বে তাদের দাবি নিয়ে নেমেছে বিক্ষোভ ও প্রতিবাদী মিছিলে।

মিছিলে সংগঠনের নেতা-কর্মীরা স্লোগান দেন “একটা একটা কাপল ধর, ধইরা ধইরা সিঙ্গেল কর”।

এ সময় সিঙ্গেল কমিটির সভাপতি নাজমুল হাসান নাহিন বলেন আমাদের এই আন্দোলন হচ্ছে অশ্লীলতা ও বেহায়াপনার বিরুদ্ধে। এই ভালোবাসা শুধু যুগলদের জন্য নয় এই দিবসে সকলের জন্য ভালোবাসা থাকবে আমার নিজের জন্য পরিবারের জন্য দেশ ও সমাজের জন্য।

নিটারের শিক্ষার্থী জোবায়েদ ইসলাম মুন্সি বলেন সুস্থ ভালোবাসা হোক সবার জন্য। আপনি আপনার ভালোবাসার নামে বেহায়াপনা করে টাকা খরচ করছেন সেই দিয়ে আপনি পথশিশুদের খাবার কিনে দিতে পারেন। ফুল কিনে আপনার মাকে দিতে পারেন।

সমাবেশে সিঙ্গেল কমিটির নেতৃবৃন্দর নেতৃত্বে এ সময় শতাধিক শিক্ষার্থী মিছিলে অংশ নেয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.