The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫

নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহনের সিদ্ধান্ত ইবির

গুচ্ছের বাহিরে গিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। একাডেমিক কাউন্সিলের ১২৭ তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সোমবার (২৯ তারিখ) সভায় উপস্থিত একাধিক শিক্ষক এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের রুটিন এজেন্ডা এবং সমস্যা, সান্ধ্যকালীন আইন পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ সকালে একাডেমিক কাউন্সিলের সভা শুরু হয়। এতে গুচ্ছে না যাওয়ার বিষয়টির সিদ্ধান্ত গৃহীত হয়।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, সাধারণ সভায় আমরা গুচ্ছে না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম। সেটিই সকল শিক্ষকের মতামতের ভিত্তিতে একাডেমিক কাউন্সিলের সভায় একই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, গুচ্ছে না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। মিটিং লাঞ্চের পর আবার শুরু হবে।

এর আগে ২৩ জানুয়ারি নানান অব্যবস্থাপনা ও সংকটের বিষয়গুলো আমলে নিয়ে সর্বসম্মতভাবে গুচ্ছ প্রক্রিয়া থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন শিক্ষক সমিতি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.