The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪

নানা আয়োজনে যবিপ্রবির এপিপিটি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

যবিপ্রবি প্রতিনিধিঃ কেক কাটা আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি(এপিপিটি) বিভাগের নবীন বরণ ও বিদায়ী ছাত্রদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করা হয়। পরবর্তীতে নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে বরণ করে নেওয়া হয় একইসাথে বিদায়ী শিক্ষার্থীদের ক্রেষ্ট ও উপহার সামগ্রি প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. সাইবুর রহমান মোল্যা। আরও বক্তব্য রাখেন
এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি বিভাগের সহকারি অধ্যাপক মোঃ সুমন রানা,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শহিদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ও যবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোঃ আশরাফুজ্জামান জাহিদ, ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এর চেয়ারম্যান অধ্যাপক ড. মাহফুজুর রহমান।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের সহকারি অধ্যাপক এস.এম সামিউল আলম এবং সভাপতিত্ব করেন এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.মৃত্যুঞ্জয় বিশ্বাস।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এপিপিটি বিভাগের প্রভাষক মোঃবি.এম খালেদ, প্রভাষক মোঃ মাহফুজুল আলম, প্রভাষক মোঃ আখতারুজ্জামান। ।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা এপিপিটি (ফরটিফাইড ১.ও) শুরু হয়। সাংস্কৃতিক সন্ধ্যায় এপিপিটি বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থী ও সম্মানিত শিক্ষকগণ অংশগ্রহণ করেন। সংস্কৃতি অনুষ্ঠান শেষে রাত্রি ১২ টার সময় একটি রাফেল ড্র অনুষ্ঠিত হয় যেখানে ১৫ জন কে পুরষ্কৃত করা হয় এবং ২-ফ্রেব্রুয়ারি হতে ৫-ফ্রেব্রুয়ারি পর্যন্ত চলা বিভাগীয় স্পোর্টস এর পুরষ্কার বিতরণন করা হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.