The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪

নতুন ৩টি অনুষদ চালুর অনুমোদন পেল বুয়েট

নতুন তিনটি অনুষদ চালুর চূড়ান্ত অনুমোদন পেয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এর ফলে দীর্ঘ ৪৩ বছর পর নতুন অনুষদ পেল প্রতিষ্ঠানটি। গতকাল বৃহস্পতিবার নতুন অনুষদ চালুর অনুমতি দিয়ে বুয়েট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৭৯ সালে ফ্যাকাল্টি অফ পোস্ট গ্রাজুয়েশন চালুর উদ্যোগ নিয়েছিল বুয়েট। তবে সেই উদ্যোগটি আলোর মুখ দেখেনি। বুয়েটের বর্তমান উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার দায়িত্ব নেওয়ার পর গত বছর একাডেমিক কাউন্সিলে নতুন অনুষদ চালুর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এরপর সেই প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য ইউজিসিতে পাঠানো হয়। গতকাল নতুন তিনটি অনুষদ চালুর অনুমতি দিয়ে চিঠি পাঠিয়েছে ইউজিসি।

চূড়ান্ত অনুমোদন পাওয়া নতুন তিনটি অনুষদ হলো- ফ্যাকল্টি অফ পোস্ট গ্রাজুয়েশন স্টাডিস, ফ্যাকাল্টি অফ কেমিক্যাল এন্ড ম্যাটারিয়ালস ইঞ্জিনিয়ারিং এবং ফ্যাকাল্টি অব সায়েন্স। এছাড়া রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নামে আরেকটি ইনস্টিটিউটের অনুমোদনও দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে বুয়েট উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার বলেন, ১৯৭৯ সালে ফ্যাকাল্টি অফ পোস্ট গ্রাজুয়েট চালুর উদ্যোগ নেওয়া হলেও সে সময় সেই উদ্যোগ বাস্তবায়ন হয়নি। গত বছর আমরা নতুন অনুষদ চালুর উদ্যোগ নেওয়ার পর এটি সফলতার মুখ দেখল। ইউজিসি আনুষ্ঠানিকভাবে নতুন তিনটি ফ্যাকাল্টির অনুমোদন দিয়ে আমাদের চিঠি পাঠিয়েছে।

ভবিষ্যতে নতুন নতুন বিষয় ও ফ্যাকাল্টি চালু করা হবে জানিয়ে তিনি আরও বলেন, বর্তমান সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ আরও কিছু অনুষদ ও বিষয় চালুর চিন্তাভাবনা করা হচ্ছে। আমরা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বিষয়টি অন্তর্ভুক্তির পরিকল্পনা হাতে নিয়েছি। এছাড়া রেলওয়ে ইঞ্জিনিয়ারিং বিষয়টিও চালুর কথা ভাবা হচ্ছে। এই বিষয়গুলো চালু করা হলে দেশের উন্নয়নে বুয়েটের অবদান আরও বৃদ্ধি পাবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. ক্যাম্পাস
  3. নতুন ৩টি অনুষদ চালুর অনুমোদন পেল বুয়েট

নতুন ৩টি অনুষদ চালুর অনুমোদন পেল বুয়েট

নতুন তিনটি অনুষদ চালুর চূড়ান্ত অনুমোদন পেয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এর ফলে দীর্ঘ ৪৩ বছর পর নতুন অনুষদ পেল প্রতিষ্ঠানটি। গতকাল বৃহস্পতিবার নতুন অনুষদ চালুর অনুমতি দিয়ে বুয়েট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৭৯ সালে ফ্যাকাল্টি অফ পোস্ট গ্রাজুয়েশন চালুর উদ্যোগ নিয়েছিল বুয়েট। তবে সেই উদ্যোগটি আলোর মুখ দেখেনি। বুয়েটের বর্তমান উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার দায়িত্ব নেওয়ার পর গত বছর একাডেমিক কাউন্সিলে নতুন অনুষদ চালুর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এরপর সেই প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য ইউজিসিতে পাঠানো হয়। গতকাল নতুন তিনটি অনুষদ চালুর অনুমতি দিয়ে চিঠি পাঠিয়েছে ইউজিসি।

চূড়ান্ত অনুমোদন পাওয়া নতুন তিনটি অনুষদ হলো- ফ্যাকল্টি অফ পোস্ট গ্রাজুয়েশন স্টাডিস, ফ্যাকাল্টি অফ কেমিক্যাল এন্ড ম্যাটারিয়ালস ইঞ্জিনিয়ারিং এবং ফ্যাকাল্টি অব সায়েন্স। এছাড়া রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নামে আরেকটি ইনস্টিটিউটের অনুমোদনও দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে বুয়েট উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার বলেন, ১৯৭৯ সালে ফ্যাকাল্টি অফ পোস্ট গ্রাজুয়েট চালুর উদ্যোগ নেওয়া হলেও সে সময় সেই উদ্যোগ বাস্তবায়ন হয়নি। গত বছর আমরা নতুন অনুষদ চালুর উদ্যোগ নেওয়ার পর এটি সফলতার মুখ দেখল। ইউজিসি আনুষ্ঠানিকভাবে নতুন তিনটি ফ্যাকাল্টির অনুমোদন দিয়ে আমাদের চিঠি পাঠিয়েছে।

ভবিষ্যতে নতুন নতুন বিষয় ও ফ্যাকাল্টি চালু করা হবে জানিয়ে তিনি আরও বলেন, বর্তমান সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ আরও কিছু অনুষদ ও বিষয় চালুর চিন্তাভাবনা করা হচ্ছে। আমরা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বিষয়টি অন্তর্ভুক্তির পরিকল্পনা হাতে নিয়েছি। এছাড়া রেলওয়ে ইঞ্জিনিয়ারিং বিষয়টিও চালুর কথা ভাবা হচ্ছে। এই বিষয়গুলো চালু করা হলে দেশের উন্নয়নে বুয়েটের অবদান আরও বৃদ্ধি পাবে।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন