The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪

নতুন পরিকল্পনা হচ্ছে, সেশনজট শূন্যে নেমে আসবে: ভিসি

জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে নতুন পরিকল্পনা করা হচ্ছে। একইসঙ্গে মানসম্মত শিক্ষা নিশ্চিতের পাশাপাশি সেশনজট আগের মতো শূন্য পর্যায়ে আনতে কাজ চলছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান। মঙ্গলবার (১৫ মার্চ) রাজধানীর শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।

অধ্যাপক ড. মশিউর রহমান বলেন, করোনাকালে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হয়নি। অনেক কষ্টে নিয়ন্ত্রণে আনা সেশনজট এসময়ে কম-বেশি প্রভাবিত হয়েছে। নতুন পরিকল্পনা হচ্ছে। মানসম্মত শিক্ষা নিশ্চিতের পাশাপাশি সেশনজট আগের মতোই শূন্য পর্যায়ে নামিয়ে আনা হবে। তবে এজন্য কলেজগুলোর সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।

শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, ছাত্রজীবন নিজেকে গড়ে তোলার উপযুক্ত সময়। ক্লাস বাদ দিয়ে ক্যাম্পাসে এসে দাঁড়িয়ে থাকলে একদিন এমন আসবে, চাকরির জন্যও তোমাদের একইভাবে দাঁড়িয়ে থাকতে হবে। কেউ তোমাদের চাকরি দেবে না। তিনি শিক্ষার্থীদের কে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর আসক্তি কমিয়ে আনার পরামর্শ দেন।

কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ (অব.) আবদুল হক। অন্যান্যের মধ্যে পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক জাকির হোসেন ভূঁইয়া, কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুর রহমান, স্টাফ কাউন্সিলের সম্পাদক সৈয়দ খালিদ মাহমুদ, ক্রীড়া প্রতিযোগিতার আয়োজক কমিটির আহ্বায়ক মো. বদরুল ইসলাম।

এর আগে সকালে জগন্নাথ হলের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দৌড়, বর্শা নিক্ষেপ, লৌহ গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপসহ ১৪টি ইভেন্ট ছিল। এতে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ (অব.) আবদুল হক। বিকালের অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.