The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪

নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) দিবসটি উপলক্ষ্যে দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চ থেকে একটি র‍্যালী বের হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ জায়গা প্রদক্ষিণ শেষে জয়ধ্বনি মঞ্চে এসে শেষ হয়।

র‍্যালী শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, “এবারের প্রতিপাদ্যে জেন্ডার সমতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। জনসংখ্যাকে জনশক্তিকে রুপান্তর করার ব্যাপারটি উন্নত বিশ্বে বারবার দৃষ্টান্ত হয়ে এসেছে। আমরা যারা এখনো উন্নত বিশ্বের কাতারে নিজেদের নাম লেখাতে পারিনি, বিশেষ করে মানসিকতার দিক থেকে এখনো পশ্চাৎপদ, গোড়ামি নির্ভর, ধর্মীয় কূপমন্ডুকতার মধ্যে অবস্থান করছি এসব দেশের মধ্যে জনসংখ্যা নিয়ে নানা রকমের বিভ্রান্তি প্রচলিত আছে।”

উপাচার্য আরও বলেন, “আধুনিকতার বীজমন্ত্র হচ্ছে নারী পুরুষ সমান। তাদের মেধাই হচ্ছে মূল কথা। সারা পৃথীবিতে নারী ও পুরুষ একসাথে বসে কাজ করে। তাদের মেধা দিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা হয়। আমাদের দেশেও আমরা এমনটাই চাই। কন্যা শিশু পুত্র শিশু থেকে কোন অংশেই কম নয়, এখানে মানবশক্তি গুরুত্বপূর্ণ। এই চেতনাটিকে আমাদের জাগ্রত করতে হবে।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. রিয়াদ হাসান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও প্রক্টর প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধানসহ বিভাগের শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তাসহ অন্যরা।

পরবর্তীতে বিকাল ৩ টার দিকে দিবসটির এবারের প্রতিপাদ্য ‘জেন্ডার সমতাই শক্তি: নারী ও কন্যাশিশুর মুক্ত উচ্চারণে হোক পৃথিবীর অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন’ শীর্ষক সেমিনারের আয়োজন করে বিভাগটি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.