The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫

কিউএস র‌্যাংকিং এ দেশসেরা ৮ বেসরকার বিশ্ববিদ্যালয়

আফিফ আইমানঃ যুক্তরাজ্য ভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াকোয়ারেলি সাইমন্ডস (কিউএস) এশিয়ান ইউনিভার্সিটি র‌্যাংকিং-২০২৩ প্রকাশ করেছে। এতে দেশের ১৪টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে ৮টি বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। গতকাল মঙ্গলবার (৮ নভেম্বর) বিকালে কিউএস এশিয়ান ইউনিভার্সিটি র‌্যাংকিং-২০২৩ প্রকাশ করা হয়।

প্রকাশিত র‌্যাংকিংয়ের তথ্য অনুযায়ী, দেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তকমা পেয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। যা এশিয়ার মধ্যে তাদের অবস্থান ২১৯তম। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি। এশিয়ার মধ্যে তাদের অবস্থান ৩০১-৩৫০ এর মধ্যে। তৃতীয় অবস্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এশিয়ায় তাদের অবস্থান ৩৫১-৪০০ এর মধ্যে।

বেসরকারি বিশ্ববিদ্যালগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। এশিয়ার মধ্যে তাদের অবস্থান ৪০১-৪৫০ এর মধ্যে। পঞ্চম অবস্থানে রয়েছে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি)। এশিয়ায় তাদের অবস্থান ৪৫১-৫০০ এর মধ্যে। ষষ্ঠ অবস্থানে রয়েছে আহ্ছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি। এশিয়ায় তাদের অবস্থান ৫০১-৫৫০ এর মধ্যে। সপ্তম অবস্থানে রয়েছে ইউনাইটেড ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। এশিয়ায় তাদের অবস্থান ৫০১-৫৫০ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অষ্টম অবস্থানে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি)।

কিউএস এশিয়ান ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে দেশসেরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। তালিকায় স্থানপ্রাপ্ত অন্য বিশ্ববিদ্যালয়গুলো হলো- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)

You might also like
Leave A Reply

Your email address will not be published.