The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪

দেখেন আমরা কী করি, জাস্ট ওয়েট : ইসি হাবিব

নির্বাচন কমিশনার (ইসি) ব্রি. জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, যে অভিযোগগুলো আসছে সেগুলো কীভাবে হ্যান্ডেল করি দেখেন। দেখেন আমরা কী করি? জাস্ট ওয়েট, অবশ্যই চমক থাকবে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ দপ্তরে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব নিবন্ধিত রাজনৈতিক দলকে নির্বাচনে আনার বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার এমন মন্তব্য করেন।

এই নির্বাচন কমিশনার বলেন, ৩৯টি দলের জন্যই কাজ করছি। সঠিক কাজটি প্রতিষ্ঠা করার জন্যই আমরা কাজ করছি। যে কাজটা সবার জন্য মঙ্গল বয়ে আনবে সেটাই করবো। আপনাদের বারবার বলছি, কোন কাজটা করতে হবে বলেন, কিন্তু বলছেন না। কোন কাজটা ভুল করছি বলেন, কিন্তু বলছেন না।

অংশগ্রহণমূলক নির্বাচন না হলে কী করবেন?- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান সমুন্নত রাখেত হবে। সংবিধানে যা আছে, আমরা সেটাই করবো। যার যারা (নির্বাচনে) আসছে না, তারা সবাই আমাদের প্রিয়। আমরা মনে প্রাণে চাই তারা সবাই আসুক। এখন যদি আমরা ডাকতেই থাকি, তারা যদি না আসে আপনিই বলেন কী করতে হবে? সেটা পরেরদিন করে দেখাবো।

তিনি আরও বলেন, পরিষ্কারভাবে বলছি এ পর্যন্ত ৭৯৩টা ইভিএমে নির্বাচন করেছি। অঘটন, ধাওয়া পাল্টাধাওয়া কয়টা হয়েছে? কারণ সেখানে লুটতরাজ করে তো লাভ হচ্ছে না। সংসদ নির্বাচনে রংপুরসহ অন্যান্য সিটি করপোরেশন নির্বাচনেও ইভিএম ব্যবহার করা হবে জানান।

You might also like
Leave A Reply

Your email address will not be published.