The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪

দুই শিক্ষার্থীকে ছাড়িয়ে আনলেন খুবির শিক্ষকরা

খুবি প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে খুলনা মহানগরীর বিভিন্ন সড়ক পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২জন শিক্ষার্থীকে আটক করে পুলিশ। পরে রাতে আটককৃত শিক্ষার্থীদের ছাড়িয়ে আনেন বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

বুধবার (৩১ জুলাই) রাত ১০টায় খুলনা সদর ও দৌলতপুর থানার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের বের করে আনেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা

এসময় উপস্থিত ত্রিশ শিক্ষক হলেন- এনভায়রনমেন্ট সাইন্স ডিসিপ্লিনের প্রফেসর আবদুল্লাহ হারুন চৌধুরী, বাংলা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. ইমরান কামাল স্যার, স্থাপত্য ডিসিপ্লিনের অধ্যাপক অনির্বাণ মোস্তফা অভি, বাংলা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক আবুল ফজল, সহকারী অধ্যাপক আবুল বাশার নাহিদ ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিন একই ডিসিপ্লিনের প্রভাষক হাসান মাহমুদ সাকি, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের অধ্যাপক ড. মুরসালিন বিল্লাহ, একই ডিসিপ্লিনের অধ্যাপক ড. আহসান হাবিব, আইন ডিসিপ্লিন চারজন শিক্ষক সহযোগী অধ্যাপক পুনম চক্রবর্তী, সহকারি অধ্যাপক তারিক মোর্শেদ স্যার, সহকারী অধ্যাপক ইয়ামিন রহমান, সহকারি অধ্যাপক মো. আসাদুজ্জামান স্যার, সহকারী অধ্যাপক রওনক হাসান, ভাস্কর্য ডিসিপ্লিন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের পাঁচজন শিক্ষক সহযোগী অধ্যাপক মেহেদী হাসান, সহকারী অধ্যাপক সৈয়দ আজহারুল ইসলাম, সহকারী অধ্যাপক তাসনিয়া জান্নাত, প্রভাষক রিপন পাল, প্রভাষক ইমতিয়াজ মাশরুর, পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের প্রভাষক মো. ইফাত-আল-করিম, পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন দুইজন শিক্ষক সহযোগী অধ্যাপক মো. এমরান হোসেন, সহযোগী অধ্যাপক ড. মো. সালাউদ্দিন মীনা, সহকারী অধ্যাপক আবু কালাম সামসউদ্দীন স্যার, ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের, স্থাপত্য ডিসিপ্লিনের অধ্যাপক আফরোজা পারভীন মুক্তা ম্যাম সহ আরো অনেকে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.