The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ৩রা নভেম্বর, ২০২৪

থানা থেকে পালানো যুবলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম লোহাগাড়া থানার হাজত থেকে গত ৯ সেপ্টেম্বর পালিয়ে যাওয়া আসামি যুবলীগ নেতা সাইফুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানা পুলিশের একটি দল বাঁশখালী উপজেলার বাহারছড়া থেকে তাকে গ্রেপ্তার করে।

লোহাগাড়া থানা ওসি আরিফুর রহমান বলেন, থানা থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলমান ছিল। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বিধায় তাকে আদালতে পাঠানো হবে।

স্থানীয়রা জানায়, কলাউজান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নজির আহমদের পুত্র সাইফুল ইসলাম বিগত সরকারের আমলে এলাকার সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে টাকা আদায় করতেন।

জানা যায়, গত ৯ সেপ্টেম্বর ভোরে স্থানীয়রা সাইফুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করলে থানা হেফাজত থাকা অবস্থায় তিনি পালিয়ে যান। এই ঘটনায় লোহাগাড়া থানার তৎকালীন অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলামসহ ৪ পুলিশকে প্রত্যাহার করা হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.