রাবিপ্রবি প্রতিনিধিঃ দেশব্যাপী চলমান তীব্র তাপদাহ আর শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)।
আজ(২২ এপ্রিল) রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয় তাপদাহের এই তীব্রতার কারণে আগামী ২৩ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত সকল বিভাগের শতভাগ ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে বিভাগ সমূহের পূর্ব নির্ধারিত পরীক্ষা সমূহ,জিএসটি ভর্তি কার্যক্রম এবং বিশ্ববিদ্যালয় অফিস সমূহ যথানিয়মে চলবে।
অনলাইন শ্রেণি কার্যক্রম ও চলমান পরিস্থিতিতে ভারপ্রাপ্ত প্রক্টর ড. নিখিল চাকমা বলেন ” আমাদের বিশ্ববিদ্যালয় মূল শহর থেকে অনেকটা দূরে অবস্থিত। দূরের এই যাত্রায় শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসা-যাওয়া ও তীব্র গরমে স্বাস্থ্যগত সমস্যার ঝুঁকি এড়াতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে”।
এদিকে তীব্র তাপদাহে বাইরে বের হওয়ার সময় স্বাস্থ্য ঝুঁকি এড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি অনুসরণ করার পরামর্শ দিয়েছে রাবিপ্রবি প্রশাসন