The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪

ঢাবি মুহসীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ফুয়াদ, সাধারণ সম্পাদক মেহেদী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হল ডিবেটিং ক্লাবের ২০২২-২৩ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (১১ ডিসেম্বর) ক্লাবের মডারেটর ও হলের আবাসিক শিক্ষক আইনুল ইসলাম এ কমিটি অনুমোদন দেন।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মো. ফুয়াদ হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মেহেদী হাসান।

জয়নাল আবেদিন, রাফি আল ইমরান ও মুহীউদ্দীন মাহিকে সহ-সভাপতি, ছাদিক হোসেন, সৈয়দ রাইয়্যান বিন হাসানও সাদ আরমান নাফিসকে যুগ্ম-সাধারণ সম্পাদক করে পরবর্তী এক বছরের জন্য মোট ২৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

একই সাথে ইংরেজি বিতর্কের জন্য সৈয়দ রাইয়্যান বিন হাসানকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, মুহসীন হল ডিবেটিং ক্লাব ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই জাতীয় টেলিভিশন বিতর্কে চ্যাম্পিয়ন ও রানার্স আপ সহ বিভিন্ন বাংলা ও ইংরেজি বিতর্কে এ ক্লাবের বিতার্কিকরা তাদের কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।

ক্লাবটি সর্বশেষ ২০২১-২২ সেশনেও  ত্রয়োদশ জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২২ ও তৃতীয়, এম এইচ রাহী স্মৃতি বিতর্ক প্রতিযোগিতা ২০২২ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় পল্লীকবি জাতীয় বিতর্ক উৎসব ১৪২৬ এ রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.