The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪

ঢাবির শামসুন নাহার হলে রেঞ্জার ইউনিটের ১৬তম দিবা ক্যাম্প অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন নাহার হল ও বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশনের যৌথ উদ্যোগে ১৩ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার সন্ধ্যায় হল মিলনায়তনে ৪-দিনব্যাপী ১৬তম দিবা ক্যাম্প, রেঞ্জার ট্রেনিং ও দীক্ষা অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন এই ক্যাম্পিং ও প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা আরও আত্মবিশ্বাসী ও দক্ষ মানব সম্পদে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দেশ ও জাতির সেবা এবং নারী সমাজের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য উপাচার্য রেঞ্জারদের প্রতি আহবান জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয় রেঞ্জার ইউনিট উপদেষ্টা কাউন্সিল-এর সভাপতি এবং শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. লাফিফা জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.