The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫

ঢাবির জসিম উদদীন হলের নতুন প্রভোস্ট হলেন অধ্যাপক শাহীন খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন খানকে কবি জসীম উদদীন হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডার, ১৯৭৩-এর অন্তর্ভুক্ত ১ম স্ট্যাটিউটস- এর ১৮ (১) ধারা অনুযায়ী এই নিয়োগ প্রদান করেন।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ড. মোহাম্মদ শাহীন খান। জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে এই পদে দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রশীদ। সম্প্রতি তিনি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পাওয়ায় অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন খান তার স্থলাভিষিক্ত হবেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.