The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫

ঢাবির ও রেড ক্রিসেন্ট সোসাইটির সমঝোতা স্বাক্ষর

উদ্ভাবন, গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া এবং জ্ঞান বিনিময়ের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মধ্যে মঙ্গলবার এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এই সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের কয়েকজন শিক্ষার্থীকে গবেষণার জন্য ফেলোশিপ প্রদান করবে। এছাড়া, উভয় প্রতিষ্ঠান যৌথভাবে গবেষণা ও প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আজম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.