The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪

ঢাবিতে রোকেয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের স্বর্ণপদক ও বৃত্তি প্রদান

যথাযোগ্য মর্যাদায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল ৯ ডিসেম্বর ২০২২ শুক্রবার দিনব্যাপী ‘রোকেয়া দিবস-২০২২’ উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ৭মার্চ মিলনায়তনে ‘রোকেয়া মেমোরিয়াল ফাউন্ডেশন বক্তৃতা, স্বর্ণপদক ও বৃত্তি প্রদান’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিনাত হুদা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে ফাউন্ডেশন বক্তৃতা প্রদান করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে স্বর্ণপদক ও বৃত্তি প্রদান করেন।

২০২০ সনের জন্য অণুজীব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মৌমিতা চক্রবর্তী এবং ২০২১ সনের জন্য জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী সময়িতা সরকার তুলি স্বর্ণপদক পেয়েছেন।

মেধাবৃত্তি লাভ করেছেন- শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সোনিয়া ইয়াসমিন ও জান্নাতুল ফেরদৌসী, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের মোছা. সাদিয়া আক্তার, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আফিয়া মুবাস্সিরা ইসলাম, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের মিম আরা হক অভি, লোক প্রশাসন বিভাগের শুক্তি বালা, ভূগোল ও পরিবেশ বিভাগের মোছা. আসফাত আরা জলি এবং মৎসবিজ্ঞান বিভাগের রোকেয়া আক্তার।

সাধারণ বৃত্তি পেয়েছেন- ইতিহাস বিভাগের সোনিয়া আক্তার, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের জিনিয়া হায়দার ও জয়ত্রী সরকার, পরিসংখ্যান বিভাগের ছাহেরা আক্তার ও আশরাফুন জান্নাত সুপ্তি, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাইফুন নাহার স্মৃতি, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রত্যাশা বাহার উর্মি এবং গণিত বিভাগের জয়ন্তী ঘোষ।

এছাড়া, কল্যাণ বৃত্তি পেয়েছেন- সংস্কৃত বিভাগের মোছা. সুমি খাতুন এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মোছা. ফাতেমা তুজ জোহরা।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. ক্যাম্পাস
  3. ঢাবিতে রোকেয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের স্বর্ণপদক ও বৃত্তি প্রদান

ঢাবিতে রোকেয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের স্বর্ণপদক ও বৃত্তি প্রদান

যথাযোগ্য মর্যাদায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল ৯ ডিসেম্বর ২০২২ শুক্রবার দিনব্যাপী ‘রোকেয়া দিবস-২০২২’ উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ৭মার্চ মিলনায়তনে ‘রোকেয়া মেমোরিয়াল ফাউন্ডেশন বক্তৃতা, স্বর্ণপদক ও বৃত্তি প্রদান’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিনাত হুদা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে ফাউন্ডেশন বক্তৃতা প্রদান করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে স্বর্ণপদক ও বৃত্তি প্রদান করেন।

২০২০ সনের জন্য অণুজীব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মৌমিতা চক্রবর্তী এবং ২০২১ সনের জন্য জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী সময়িতা সরকার তুলি স্বর্ণপদক পেয়েছেন।

মেধাবৃত্তি লাভ করেছেন- শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সোনিয়া ইয়াসমিন ও জান্নাতুল ফেরদৌসী, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের মোছা. সাদিয়া আক্তার, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আফিয়া মুবাস্সিরা ইসলাম, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের মিম আরা হক অভি, লোক প্রশাসন বিভাগের শুক্তি বালা, ভূগোল ও পরিবেশ বিভাগের মোছা. আসফাত আরা জলি এবং মৎসবিজ্ঞান বিভাগের রোকেয়া আক্তার।

সাধারণ বৃত্তি পেয়েছেন- ইতিহাস বিভাগের সোনিয়া আক্তার, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের জিনিয়া হায়দার ও জয়ত্রী সরকার, পরিসংখ্যান বিভাগের ছাহেরা আক্তার ও আশরাফুন জান্নাত সুপ্তি, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাইফুন নাহার স্মৃতি, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রত্যাশা বাহার উর্মি এবং গণিত বিভাগের জয়ন্তী ঘোষ।

এছাড়া, কল্যাণ বৃত্তি পেয়েছেন- সংস্কৃত বিভাগের মোছা. সুমি খাতুন এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মোছা. ফাতেমা তুজ জোহরা।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন