The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪

ঢাবিতে মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ দেবে রাইজিং ক্যাম্পাস

জব ডেস্ক: আপনি কি মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে ক্যারিয়ার গড়তে চান? ক্যামেরায় তুলে আনতে চান আপনার ক্যাম্পাসকে? আপনি যদি উদ্যোমি হন আর খবরের পিছে নিরলস ছুটতে পারেন তাহলে ক্যাম্পাস সাংবাদিকতায় আপনাকে খুঁজছে  রাইজিং ক্যাম্পাস।

আবেদনের যোগ্যতা:

১. ঢাবির রানিং স্টুডেন্ট হতে হবে।

২. ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

২. উপস্থাপনায় স্বাবলীল হতে হবে।

৩. প্রো- একটিভ হতে হবে।

৪. লাইভে কথা বলায় পারদর্শী হতে হবে।

৫. আইডিয়া জেনারেট ও তা ফিচারাইজ করে ভিডিও ফুটেজ ধারণে পারদর্শী হতে হবে।

>> গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

বেতন: আলোচনা স্বাপেক্ষে (অভিজ্ঞতার ভিত্তিতে)।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ই-মেইলে জীবনবৃত্তান্ত (সিভি) পাঠাতে হবে।

সিভি পাঠানোর ঠিকানা: newseditor.trc@gmail.com অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন: 01891-990761

অফিসের ঠিকানা: দ্যা রাইজিং ক্যাম্পাস, ৩৩/২, আজীমপুর মেইন রোড, লালবাগ, ঢাকা-১২০৫।

You might also like
Leave A Reply

Your email address will not be published.