The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪

ঢাবিতে ছাত্রজনতার গণঅভ্যুত্থান নিয়ে দু’দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নিয়ে দু’দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) ‘২৪-এর গণঅভ্যুত্থান: ম্যাস আপরাইজিং’ শীর্ষক দু’দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করা হয়।

সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বিভিন্ন আলোকচিত্র নিয়ে ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি (ডিইউপিএস) এই প্রদর্শনীর আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সন্ধ্যায় এ প্রদর্শনী পরিদর্শন করেন।

এসময় ডিইউপিএস-এর মডারেটর অধ্যাপক হাসান আল শাফী, সভাপতি মো. আসিফ হাসান, সাধারণ সম্পাদক তামজিদ আহমেদ নঝুম এবং সোসাইটির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে ২৪-এর জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট বিষয়ে পেশাদার-অপেশাদার বেশকয়েকজন আলোকচিত্রীর ৮৯টি আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে। গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ১৬টি গ্রাফিতি এবং জুলাই ও আগস্ট মাসের বিভিন্ন পত্রিকাও এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। বৃহস্পতিবার প্রদর্শনীর শেষ দিনে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এই প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.