The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪

ঢাকা কলেজে জিপিএ-৫ পেয়েছেন ৯৬৬ জন, পাসের হার ৯৯.৮১ শতাংশ

ঢাকা কলেজ প্রতিনিধি: রাজধানীর ঢাকা কলেজে এইচএসসি পরীক্ষা-২০২৪ এ অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন ৯৬৬ জন শিক্ষার্থী। আর পাসের হার ৯৯.৮১ শতাংশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।

ঢাকা কলেজ থেকে এবার মোট ১ হাজার ৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন। এর মধ্যে ১ হাজার ৫০ জন শিক্ষার্থী পুরো পরীক্ষায় অংশ করেছেন। পাস করেছেন ১ হাজার ৪৮ জন। সেই হিসেবে পাসের হার ৯৯.৮১ শতাংশ।

জানা যায় , বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছেন ৮০৮ জন, ফেল করেছেন ৪ জন এবং জিপি ৫ পেয়েছেন ৭৯১ জন।

মানবিক বিভাগ থেকে পাশ করেছেন, মানবিক বিভাগ থেকে পাস করেছেন ১১৪ জন, ফেল করেছেন ১জন জিপিএ-৫ পেয়েছেন ৭৫ জন।

ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পাস করেছেন ১২৬ জন। এবং জিপি-৫ পেয়েছেন ১০০ জন।

ফলের ব্যাপারে তাৎক্ষণিকভাবে সন্তোষ প্রকাশ করে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, অন্য বারের তুলনায় এবারের রেজাল্টে আমি সন্তুষ্ট কিন্তু এটা মূলত আমাদের শিক্ষার্থীদের জন্য প্রথম ধাপ। এরপরে তারা ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হবে এবং পরবর্তীতে দেশ সংস্কারের কাজ করবে এটাই আমার প্রত্যাশা।

You might also like
Leave A Reply

Your email address will not be published.