The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪

টুইটার কিলার অ্যাপ হিসেবে থ্রেডসের যাত্রা শুরু

সামাজিক যোগাযোগমাধ্যম জগতে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে নতুন ম্যসেজিং অ্যাপ ‘থ্রেডস’। টুইটারের বিকল্প হিসেবে মার্কেটে আসা এপটি মূলত ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটার যা ইতোমধ্যে অ্যাপল স্টোর এবং গুগলের প্লে স্টোর থেকে বৃহস্পতিবার (৬ জুলাই) থেকেই ডাউনলোড করা যাচ্ছে।

মেটার ইনস্টাগ্রামভিত্তিক এই নতুন অ্যাপটিকে ‘টুইটার কিলার’ হিসেবে অভিহিত করেছেন অনেকে। অনেকে বলছেন, টুইটার সাম্প্রতিক সময়ে তাদের অ্যাপে যেসব পরিবর্তন এনেছে, সেগুলো নিয়ে অনেক ব্যবহারকারীই ত্যক্ত-বিরক্ত। যেহেতু থ্রেডসের ফিচারগুলো অনেকটা টুইটারের মতোই। তাই তারা টুইটার ছেড়ে থ্রেডসের দিকে ঝুঁকতে পারেন।

থ্রেডস অবশ্য তৈরিও করা হয়েছে টুইটারের সঙ্গে টক্কর দিতেই। মেটার প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গও বলেছেন, টুইটারকে পরাস্ত করতেই বাজারে নতুন অ্যাপটি নিয়ে এসেছেন তারা। থ্রেডস ব্যবহারকারীরা পাঁচশরও বেশি শব্দ ব্যবহার করে পোস্ট করতে পারবেন, এছাড়া টুইটারের অনেক ফিচারের সঙ্গে এটির মিল আছে।

থ্রেডস কী টুইটার থেকেও বড় প্লাটফরম হতে যাচ্ছে? এমন প্রশ্নের জবাবে জাকারবার্গ বলেন, ‘এটি সময় নেবে। কিন্তু আমি মনে করি ১০০ কোটি ব্যবহারকারী সমৃদ্ধ একটি কথোপকথন অ্যাপস থাকা উচিত। সুযোগ থাকা সত্ত্বেও টুইটার এটি করতে পারেনি। তবে আশা করি আমরা পারব।’

অন্যদিকে টুইটারের মালিক মার্কিন ইলন মাস্ক ইতোমধ্যে মেটার থ্রেডস নিয়ে তার নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন থ্রেডসকে ব্যঙ্গ করে। তিনি বলেছেন, ‘ব্যথা লুকানো ইনস্টাগ্রামের মিথ্যা সুখে যুক্ত হওয়ার চেয়ে, টুইটারে অপরিচিতদের দ্বারা আক্রমণের শিকার হওয়াও ভালো।’

এদিকে মেটার এ নতুন অ্যাপটি বিশ্বের ১০০টিরও বেশি দেশের মানুষ ব্যবহার করতে পারছেন। তবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে এটির যাত্রা এখনো শুরু হয়নি।

থ্রেডস কেমন হচ্ছে বা এই অ্যাপে কী থাকছে তা নিয়ে সম্প্রতি বিস্তারিত জানিয়েছেন মার্ক জুকারবার্গ। 

  • প্রথম দুই ঘণ্টায় অ্যাপটিতে দুই মিলিয়ন সাইন আপ করা হয়েছে বলে জানিয়েছেন জুকারবার্গ।
  • ব্যবহারকারীরা এই অ্যাপে সর্বোচ্চ ৫০০ অক্ষরের লেখা পোস্ট করতে পারবে। এতে টুইটারের মতো অনেক বৈশিষ্ট্য রয়েছে।
  • জুকারবার্গ নতুন অ্যাপটিকে প্রাথমিক সংস্করণ বলে অভিহিত করেছেন। পরবর্তী সময়ে এতে অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাপের মতো যোগাযোগ করার ক্ষমতাসহ অতিরিক্ত বৈশিষ্ট্যগুলো যুক্ত হবে।
  • থ্রেডস একটি স্বতন্ত্র অ্যাপ হওয়া সত্ত্বেও, ব্যবহারকারীরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করে লগ ইন করতে এবং ওই অ্যাকাউন্ট এর নাম বহন করতে পারবেন। তবে থ্রেডসের জন্য তাদের প্রোফাইল কাস্টমাইজ করার একটি অপশন আছে।
  • ব্যবহারকারীরা ইনস্টাগ্রামে যেই অ্যাকাউন্টগুলো অনুসরণ করেন তা থ্রেডসের জন্যও বেছে নিতে পারবেন।
  • ব্যবহারকারীরা ইনস্টাগ্রামকে ব্যক্তিগত রেখে থ্রেডসকে সর্বজনীন করতে পারবেন।
  • থ্রেডসের পোস্ট ইনস্টাগ্রামে শেয়ার করা যাবে। পাঁচ মিনিট পর্যন্ত দৈর্ঘ্যের লিঙ্ক, ছবি এবং ভিডিও যেকোনো প্লাটফর্ম থেকে অপরটিতে শেয়ার করা যাবে।
  • ব্যবহারকারীরদের জন্য এতে একটি ফিড আছে, যাকে ‘থ্রেড’ বলা হয়। এই থ্রেডে তারা অনুসরণকৃতদের সাজেস্টেড থ্রেডসের আপডেটগুলো দেখতে পারবেন।
  • ব্যবহারকারীরা কে বা কারা তাদের মেনশন করতে পারবে তা নিয়ন্ত্রণ করতে পারবেন। সেইসাথে নির্দিষ্ট শব্দ ধারণ করে এমন পোস্টের উত্তর ফিল্টার করতে পারবেন।
  • এছাড়াও অন্যান্য প্রোফাইলগুলোকে ফলো, ব্লক, রেস্ট্রিকটেড বা রিপোর্ট করাও সম্ভব। ব্যবহারকারীর ইনস্টাগ্রামে ব্লক করা যেকোনো অ্যাকাউন্ট থ্রেডে স্বয়ংক্রিয়ভাবে ব্লক হয়ে যাবে।

সূত্র: বিবিসি

You might also like
Leave A Reply

Your email address will not be published.