নভেল করোনাভাইরাসের কারণে টি-২০ বিশ্বকাপ ২০২০ স্থগিত করল আইসিসি। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় এটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা স্থগিত হয়ে যায়। আজ সোমবার আইসিসির ভার্চুয়াল বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়।
মিটিংয়ে পরবর্তী তিনটি আইসিসি পুরুষ ইভেন্টের উইন্ডোগুলিতে বর্ষপুঞ্জিতে স্বচ্ছতা আনতে ও কোভিড-১৯ দ্বারা সৃষ্ট বিরতি থেকে পুনরুদ্ধারের জন্য আগামী তিন বছরে খেলাধুলাকে সেরা সম্ভাব্য সময়ে আয়োজনের ব্যাপারে সম্মতি জানানো হয়েছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারী আকার ধারণ করায় এর আগে অলিম্পিক গেমসসহ বিভিন্ন টুর্নামেন্টও স্থগিত করা হয়।