The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫

জেলে নেশা-খোরদের কাছে প্রচুর গালিগালাজ শিখেছি : পরি মণি

বিনোদন ডেস্ক: ২০২১ সালের ৪ আগস্ট পরীর বাসায় অভিযান চালায় র‍্যাব। সেদিন এই নায়িকার বাসায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাওয়া গেছে বলে জানানো হয়। পরবর্তী সময়ে মাদক মামলায় পরীকে গ্রেপ্তার দেখানো হয়। এতে ২৬ দিন কারাগারে থাকতে হয়েছিল নায়িকাকে। সেই দিনগুলোর স্মৃতি মনে করে মজার ছলেই পরী মণি জানিয়েছেন, জেলে গিয়ে প্রচুর গালি শিখেছেন তিনি।সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই জেলজীবনের অভিজ্ঞতা বর্ণনা করেছেন পরী।

একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে পরীর কাছে জানতে চাওয়া হয়, জেলজীবনে কী শিখেছেন তিনি? উত্তরে নায়িকা বলেন, আমাকে পাঠানো হয়েছে জেলে। সেখানে গিয়ে কি ভালো কিছু শিখব? দিল তো সব নেশাখোরদের সঙ্গে থাকতে। আমি প্রচুর গালিগালাজ শিখেছি। ওরা সারাক্ষণ এ-ই করত।

পরী আরও বলেন, জেলে গিয়ে দেখেছি প্রতিটি মানুষের আলাদা আলাদা গল্প। এমন অনেকে আছে, যারা ৪০বারের বেশি জেলে গেছে। পুরো ভিন্ন একটা জগৎ। কেউ কেউ মুখে ব্লেড নিয়ে ঘুরছে। প্রচুর গ্রুপিং হয় সেখানে। জেলে সময় কাটানো খুব কঠিন। কোনো অ্যাক্টিভিটি নেই তো সেখানে। কতক্ষণ আর গল্প করা যায়! টাইম পাস করার জন্য অনেকে ইচ্ছা করেই ঝগড়া করত। সেসব স্মৃতি লিখে রেখেছি।

জেলে কিছু বন্দির সঙ্গে পরীর ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। নায়িকা বলেন, ‘অনেকের সঙ্গে ভালো সম্পর্ক সৃষ্টি হয়েছিল। যখন জেল থেকে বেরোলাম, তখন অনেকের মন খারাপ হয়েছে। বের হওয়ার সময় কান্নাকাটি হয়েছে গলা ধরে। দুজন আবার ভীষণ খুশিও হয়েছে। তাদের মনোভাবটা ছিল, যা গেলে বাঁচি!

You might also like
Leave A Reply

Your email address will not be published.